কলারোয়ায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত

0
0

তরিকুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার কলারোয়ায় জাতীয় ভিটামিন এ প্লাস  ক্যাম্পেইন সফল বাস্তবায়নে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। “শিশু শিশু প্রতি শিশু – বাদ যাবে না কোন শিশু” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার(১ জুন) সকাল ১১ টায় কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্স আয়োজিত সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সফিকুল ইসলাম। অন্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মেডিকেল অফিসার গাজী আশিক বাহার, ডাক্তার তানভীর সিদ্দিকসহ চিকিৎসকবৃন্দ, সেবিকা ও স্বাস্থ্যকর্মীবৃন্দ। সভা শেষে যক্ষা রোগী সনাক্ত করনের জন্য ব্যবহৃত জিন এক্মপার্ট মেশিনের শুভ উদ্বোধন করা হয়। উল্লেখ্য, উপজেলা ব্যাপী জাতীয় এ+ ক্যাম্পেইন ১ ম রাউন্ড ৫ ই জুন থেকে ১৯ জুন পর্যন্ত সফল কার্যক্রমে বাস্তবায়ন করা হবে বলে জানা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here