দৈনিক সমাজের কন্ঠ

কলারোয়ায় আবারও ৯ জনের করোনা পজিটিভ ॥ শতকরা হার ২৩.৬৮

তরিকুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যাপিড এন্টিজেন কিটস টেস্টে ৩৮ জনের নুমনা পরীক্ষা করে আবারও ৯ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। শনাক্তের শতকরা হার ২৩.৬৮।  সোমবার (১৪ জুন) ’বিষয়টি নিশ্চিত

করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড
এফপিও) ডাক্তার জিয়াউর রহমান। শনাক্তকৃতরা হলেন: উপজেলার রায়টা গ্রামের
ইছাক আলি ((৩৭), রুদ্রপুর গ্রামের আনিছুর রহমান (৪৪), কাকডাঙ্গা গ্রামের
মনিরুজ্জামান (৩৯) ও একই গ্রামের ফিরোজা খাতুন (৬২), যুগিখালি গ্রামের
ফাতেমাতুজ জোহরা (৩৩), রাজনগর গ্রামের সাধন দাস (৩৯), পিছলাপোল গ্রামের
শাহানারা, লোহাকুড়া গ্রামের আব্দুল মজিদ (৬০) ও তালা উপজেলার ধানদিয়া
ইউনিয়নের সেনেরগাতি গ্রামের মোখলেছুর রহমান (৩৮)। ডাক্তার জিয়াউর রহমান,
করোনা পরীক্ষার জন্য কলারোয়া হাসপাতালে আসার আহবান জানিয়ে বলেন,
হাসপাতালে র‌্যাপিড এন্টিজেন কিটস দিয়ে করোনা পরীক্ষায় আধা ঘন্টার মধ্যে
ফলাফল পাওয়া যাবে। তিনি আরও  বলেন, ‘বর্তমানে অনেকের সিজেন্যাল ফ্লু বা
মৌসুম জনিত জ্বর-সর্দি-কাশি হতে পারে। আবার করোনা উপসর্গেও হতে পারে।
সুতরাং টেস্ট করালে পরিষ্কার হওয়া যাবে।’ তিনি করোনা সংক্রমণ প্রতিরোধে
মাস্ক পরিধান, সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার গুরুত্বআরোপ
করেন।