দৈনিক সমাজের কন্ঠ

কলারোয়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী  দিবসে মানববন্ধন ও আলোচনা সভা

 

তরিকুল ইসলাম, সাতক্ষীরা ব্যুরো: সাতক্ষীরার কলারোয়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। ‘আপনার অধিকার, আপনার দায়িত্ব: দুর্নীতিকে না বলুন’- এই
প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ
কমিটির আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
বৃহস্পতিবার( ৯ ডিসেম্বর) সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা
উত্তোলন ও শান্তির প্রতীক কবুতর উড্ডয়নের মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করা
হয়। পরে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি
হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) জুবায়ের হোসেন
চৌধুরী। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রধান শিক্ষক আখতার
আসাদুজ্জামান চান্দুর সভাপতিত্বে সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা
প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোকনুজ্জামান, কলারোয়া পাবালিক ইনস্টিটিউট’র
সাধারণ সম্পাদক এ্যাড: শেখ কামাল রেজা। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির
সদস্য সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লুর পরিচালনায় সভায় বক্তব্য
রাখেন ও উপস্থিত ছিলেন  উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি লতিফা
আখতার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক
মুজিবুর রহমান, প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল
হাসান কামরুল, উপজেলা দুপ্রক সদস্য সহকারী অধ্যাপক কামরুজ্জামান পলাশ,
দুপ্রক সদস্য মাস্টার উৎপল কুমার সাহা, শিক্ষক মনিরুজ্জামান, মাস্টার
অনুপ কুমার, সাংবাদিক এমএ সাজেদ, জাকির হোসেন, জাহিদুল ইসলাম, সরদার
জিল্লুর রহমান, মিকাঈল হোসেন সহ শিক্ষার্থী ও সূধিবৃন্দ।