দৈনিক সমাজের কন্ঠ

কলারোয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন

তরিকুল ইসলাম, সাতক্ষীরা ব্যুরো:সাতক্ষীরার কলারোয়ায় আন্তর্জাতিক  নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২১’ উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার(৯ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে জয়িতাদের সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত

হয়।”জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শ,ীর্ষক কার্যক্রমের আওতায় অনুষ্ঠিত
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী।
প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। উপজেলা
মহিলা বিষয়ক অফিসার নুরুন নাহার আক্তারের স্বাগত বক্তব্য শেষে বিশেষ
অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান
শাহানাজ নাজনীন খুকু। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক বেলাল
হোসেনের পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও
বক্তব্য রাখেন এনজিও কর্মকর্তা  লতিফা আক্তার হেনা, সহকারী প্রাথমিক
শিক্ষা অফিসার সন্তোষ কুমার সহ বিভিন্ন ক্যাটাগরিতে সাফল্য অর্জনকারী
নারী ও সূধিবৃন্দ। সভা শেষে. উপজেলা পর্যায়ে ৫ ক্যাটাগরিতে সাফল্য
অর্জনকারী নারীদের সম্মামনা হিসেবে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
সাফল্য অর্জনকারী নারীরা হলেন- জালালাবাদ গ্রামের গৃহবধু সালমা খাতুন
(অর্থনৈতিক সাফল্য),সোনাবাড়িয়া গ্রামের শাহানাজ সুলতানা(শিক্ষা ও
চাকুরী),জালালাবাদ গ্রামের গৃহবধু হোসনেয়ারা বেবী ( সফল জননী নারী),
রামকৃষ্ণপুর গ্রামের গৃহবধু শান্তা পারভীন ( প্রতিবাদী নির্যাতিতার নতুন
জীবনের সাফল্য) ও  ধানদিয়া গ্রামের গৃহবধু শিখা রানী চক্রবর্তী (সমাজ
উন্নয়নে অবদান)।  সভায় বক্তারা, উপমহাদেশের নারী জাগরনের অগ্রদূত মহীয়সী
নারী বেগম রোকেয়ার প্রতিবাদী কর্ম ও জীবনী তুলে ধরে নতুন প্রজন্মের কাছে
তার স্মৃতি এবং অবদানকে স্মরণীয় করে রাখার আহবান জানান।