দৈনিক সমাজের কন্ঠ

কলারোয়ায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত

 

তরিকুল ইসলাম, সাতক্ষীরা ব্যুরো: সাতক্ষীরার কলারোয়ায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যেএ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বৃহস্পতিবার( ৯ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা
কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে
উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। বিশেষ অতিথি
ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী। হাসপাতালের মেডিকেল
অফিসার (এমওডিসি) ডাক্তার গাজী আশিক বাহারের পরিচালনায় সভায় উপস্থিত
ছিলেন ও বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার তানভীর
সিদ্দিকী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা পীযূষ কান্তি, স্যানিটারী পরিদর্শক
শফিকুর রহমান, এমটি ইপিআই কাজী নাজমুল হাসান, এএইচআই নূর মোহাম্মদ, নজরুল
ইসলাম, সিএইচসিপি, নার্স সহ স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তা ,
স্বাস্থ্যকর্মী,সাংবাদিক ও সূধিবৃন্দ। শিশু শিশু প্রতি শিশু- বাদ যাবে না
কোন শিশু এই শ্লোগানকে সামনে রেখে’ সভায় আগামী ১১-১৪ ডিসেম্বর ৬ মাস থেকে
৫ বছরের শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন (২য় রাউন্ড) সফল বাস্তবায়নে
অভিভাবক সহ সকলের প্রতি আহবান জানানো হয়।