তরিকুল ইসলাম, সাতক্ষীরা ব্যুরো: সাতক্ষীরার কলারোয়ায় ঐতিহাসিক মুজিবনগর দিবসে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার(১৭ এপ্রিল) বিকালে মুজিবনগর দিবস ২২’ উদযাপন উপলক্ষ্যে অনুষ্ঠিত র্যালিটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হন। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ(ওসি) নাসির উদ্দীন মৃধা,প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার অমল কৃষ্ণ সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস, পরিসংখ্যান অফিসার তাহের মাহমুদ সোহাগ, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষার্থী ও সূধিবৃন্দ। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে এই দিন (১৭ এপ্রিল) কুষ্টিয়ার মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আ¤্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহন করেন। বক্তারা ঐতহিাসিক এই দিনটির তাৎপর্য ব্যখ্যা করে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হয়ে দেশ গড়ার কাজে এগিয়ে আসার আহবান জানান।