কালিগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে গণশুনানি অনুষ্ঠিত

0
0
শেখ ফারুক হোসেন : কালিগঞ্জ প্রতিনিধি :
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় বাল্য বিবাহ প্রতিরোধে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। ৯ ফেব্রুয়ারি রবিবার সকাল ১০ ঘটিকায় উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা লিডার্স এর উপদেষ্টা পরিষদ ও উপজেলা যুব ফোরামের আয়োজনে লিডার্স এর ব্যবস্থাপনায় ও মানুষের জন্য ফাউন্ডেশন এবং ইউকে এইডের অর্থায়নে সমাজ পরিবর্তনে যুব সংহতি প্রকল্পের আওতায় বাল্যবিবাহ প্রতিরোধে গণশুনানি অনুষ্ঠিত হয় উপজেলা  লিডার্স এর উপদেষ্টা পরিষদের সভাপতি ও প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারি সফু  এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চুর সঞ্চালনায় গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সিফাত উদ্দিন উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী রফিকুল ইসলাম, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, মানবাধিকার উন্নয়ন সংস্থা কালিগঞ্জ শাখার সভাপতি ও কালিগঞ্জ অনলাইন নিউজ ক্লাবের সভাপতি শেখ ওহিদুর রহমান ছোট, নারী উন্নয়ন সংগঠন বিন্দুর নির্বাহী পরিচালক জান্নাতুল মাওয়া, উপজেলা নবযাত্রার জেন্ডার অফিসার লায়লা আঞ্জুমান খানম,  সাংবাদিক আনিসুজ্জামান সুমন, প্রকল্প সমন্বয়কারী শওকত আলী, উপজেলা সমন্বয়কারী সুজাতা সাহা, ফিল্ড ফ্যাসিলিটেটর শম্পা বিশ্বাস, বাবুর আলী, ইয়াসমিন প্রমূখ। বাল্যবিবাহের শিকার ভিকটিমদের মধ্যে বক্তব্য রাখেন জাহানারা, সবিতা রানী, রহিমা খাতুন প্রমুখ। অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়ন, মথুরেশপুর ইউনিয়ন ও কুশুলিয়া ইউনিয়নের যুব ফোরামের নেতৃবৃন্দ, ইমাম, পুরোহিত, কাজী, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও যুব ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here