- কালিগঞ্জের নলতায় আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হল হযরত খানবাহাদুর আনছানউল্ল্যাহ (রঃ) এর ৫৬তম ওরছ শরীফ
শেখ ফারুক হোসেন -কালিগঞ্জ (সাতক্ষীরা )প্রতিনিধিঃ
সাতক্ষীরা জেলাধীন কালিগঞ্জ উপজেলার নলতা পাক রওজা শরীফ প্রাঙ্গণে লক্ষ লক্ষ ভক্তের উপস্থিতিতে আখেরী মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো ৩ দিনব্যাপী সুলতানুল আউলিয়া, কুতুবুল আকতাব, গাউছে জামান, আরিফবিল্লাহ আলহাজ্ব শাহসুফী খানবাহাদুর আহছানউল্ল্যাহ (রঃ) এর ৫৬ তম বার্ষিক ওরছ শরীফ। আখেরি মোনাজাত পরিচালনা করেন নলতা জামে মসজিদের হযরত মাওলানা আলহাজ্ব আবু সাঈদ রংপুরী। মোনাজাত পূর্বে পীর কেবলার জীবন দর্শন নিয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। আলোচনা সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল, বাংলা একাডেমীর পরিচালক গোলাম মইনুদ্দীন, মিশনের সাবেক সভাপতি আলহাজ্ব সেলিমউল্লাহ, মিশনের সাধারণ সম্পাদক এনামুল হক, নলতা শাহী মসজিদের পেশ ইমাম হযরত মাওলানা আলহাজ্ব আশরাফুল ইসলাম আজিজী সহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, পীর কেবলার লক্ষ লক্ষ নারী-পুরুষ ভক্তবৃন্দ। আখেরী মোনাজাতে মাওলানা আবু সাঈদ মুসলিম উম্মার শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি সহ দেশের সার্বিক কল্যাণ কামনা করেন। উপস্থিত মুসল্লিদের আমিন আমিন ধ্বনিতে গোটা এলাকা মুখরিত হয়ে ওঠে। উপস্থিত সকলের মনোবাসনা, মনস্কামনা শান্তি, আয়, উন্নতি, রোগমুক্তি সুস্থতা কামনা করে পরম করুনাময়ের কাছে প্রার্থনা করা হয়। আখেরী মোনাজাত শেষে উপস্থিত সকল মুসল্লী ও ভক্তবৃন্দের মাঝে তাবারক বিতরণ করা হয়। অত্যন্ত সুশৃংখল, শান্তিপূর্ণ ও সুন্দর মনোরম পরিবেশে পীর কেবলার ওরছ শরীফ সমাপ্ত হয়েছে আজ মিশনের সাধারণ সভার মাধ্যমে যার পরিসমাপ্তি ঘটবে।