শেখ মিজানুর রহমান প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামীযুবলীগ সাতক্ষীরার জেলার কালিগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান নাইম, যুগ্মসাধারণ সম্পাদক লক্ষণ কুমার ঘোষ, ভাড়াশিমলা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সহ যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দের নামে ভূমিদস্যু আবুল কর্তৃক আদালতে মিথা মামলা হওয়ায় আজ বিকাল ৫ টায় কালিগঞ্জ ব্রীজ সংলগ্ন বঙ্গবন্ধু ম্যূরাল চত্বরে কালিগঞ্জ উপজেলা যুবলীগের আয়োজনে বিশেষ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের সভাপতি শেখ নাজমুল ইসলামের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা যুবলীগের সুযোগ্য আহ্বায়ক আলহাজ্ব এম এ মান্নান। এছাড়া আরও বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর যুবলীগের আহ্বায়ক মনোয়ার হোসেন অণু, যুগ্মআহ্বায়ক ইউসুফ হোসেন মিলন, যুগ্মআহ্বায়ক জাকির হোসেন, কালিগঞ্জ উপজেলা যুবলীগের সহ সভাপতি রেজাউল করিম রেজা, শ্যামনগর উপজেলা যুবলীগের আহ্বায়ক জাকির হোসেন, যুগ্মআহ্বায়ক আল মামুন লিটন, আব্দুল মজিদ, বিষ্ণুপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শাহ আলম, ধলবাড়িয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মেহেদি হাসান, কৃষ্ণনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি ফজলুর রহমান, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি রেজা, সাধারণ সম্পাদক নান্নু, নলতা ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফরিদ হাসান লিটু, ভাড়াশিমলা ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু রায়হান, নলতা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সেলিম হোসেন, সাধারণ সম্পাদক জি এম তারিকুল ইসলাম, নলতা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোস্তাফি সুজন, সাধারণ সম্পাদক মামুন হোসেন, রতনপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ইউপি সদস্য মাসুম বিল্লাহ সুজন অন্যান্য নেতৃবৃন্দ। হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহন করেছিল সমাবেশে।