দৈনিক সমাজের কন্ঠ

সাতক্ষীরা কালিগঞ্জে পুজা মন্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী শিমুল

ডেস্ক  রিপোর্টঃ সারাদেশের ন্যায়  সাতক্ষীরা জেলা কালীগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নে চলছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এই সনাতন ধর্মীয় উৎসব সরস্বতী শুভেচ্ছা বার্তা নিয়ে পৌঁছান ইউপি চেয়ারম্যান প্রার্থী শিমুল।
 মন্দির পরিদর্শন কালে কালিগঞ্জ উপজেলার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক যুবলীগ নেতা সাতক্ষীরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি সাবেক পিপি ও আওয়ামীলীগ এর জেলা কৃষিবিষয়ক সম্পদক মরহুম এ্যাড, মোবারক আলীর পুত্র ইউপি চেয়ারম্যান প্রার্থী এ্যাড, হাবিব ফেরদৌস শিমুল। ইউনিয়ন আওয়ামী লীগে ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এসয়ম তিনি সনাতন ধর্মালম্বীদের মাঝে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং প্রত্যেক মন্দিরের  স্বাস্থ্য সুরক্ষার সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করেছেন। হাবিব ফেরদৌস শিমুল বলেন, এখন করোনার প্রভাব কম হওয়ায় এবারের পূজা সবাই আনন্দ নিয়ে উদযাপন করছে। করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন মানুষ ঘরবন্দী ছিল।
হঠাৎ এভাবে করোনা প্রাদুরভাব কম হওয়ায় সত্যিই এক উৎসবের আমেজ তৈরি করেছে। আশা করছি সকলের পূজা নির্বিঘ্নে কাটবে।
তিনি নৌকার মাঝি হয়ে নির্বাচনে বিজয়ী হলে সনাতন ধর্মের অনুসারীদের দিকে বিশেষ নজর রাখবেন বলে প্রতিশ্রুতি প্রদান করেছেন।