দেশে বঙ্গবন্ধুর আদর্শের উল্টো কাজ হচ্ছে – ড. কামাল হোসেন

0
1

সমাজের কণ্ঠ  ডেস্ক    -২৪ আগস্ট, ২০১৯ :জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের জনগণকে ক্ষমতার মালিক বানিয়ে রেখে গেছেন বলে মন্তব্য করেছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেছেন, বঙ্গবন্ধু স্বৈরতন্ত্র নয়, গণতন্ত্রের জন্য জীবন দিয়ে গেছেন। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করাই ছিল তার মূল লক্ষ্য। তিনিই জনগণকে দেশের ক্ষমতার মালিক বানিয়ে রেখে গেছেন।

আজ শনিবার জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে গণফোরাম আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. কামাল বলেন, বঙ্গবন্ধু সবসময় বলতেন দেশের মালিক জনগণ। তাই তিনি সংবিধানে লিখে দিয়েছিলেন দেশের মালিক জনগণ এবং এ দেশের শাসন ক্ষমতা জনগণের হাতে।

গণফোরাম সভাপতি আরো বলেন, বঙ্গবন্ধু কারো একক পিতা নন, তিনি জাতির পিতা। বঙ্গবন্ধু কোনো একক দলের নয়, তিনি সবার। এদেশে এখন বঙ্গবন্ধুর ছবি ব্যবহার করে তার আদর্শের উল্টো কাজ হচ্ছে। তিনি যে আদর্শ আমাদের মধ্যে রেখে গেছেন তার বাস্তবায়ন হচ্ছে না।

অনুষ্ঠানে অন্যদের গণফোরামের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here