আল আমিন জনি (কেরানীগঞ্জ থেকে) – ঢাকা কেরানীগঞ্জে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১হাজার ছাড়িয়ে গেছে। উপজেলায় তিন শিশু সহ নতুন করে আরো ৬৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজার ২০ জনে।
কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোবারক হোসেন জানান, মঙ্গলবার পাওয়া পরীক্ষার ফলাফলে নতুন করে ৬৮ জন রোগী শনাক্তের বিষয়টি তারা নিশ্চিত হয়েছেন।
স্বাস্থ্য কর্মকর্তারা জানান, ১১ থেকে ৬৫ বছর বয়সী নতুন আক্রান্তরা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজার ২০ জনে। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪০১ জন ও মারা গেছেন ২৪ জন।
আক্রান্তদের মধ্যে ৪৯২ জনকে তাদের নিজ বাড়িতে আইসলোশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে জানিয়ে ডা. মোবারক জানান, নতুন আক্রান্তদের মধ্যে তিনজন শিশু, একজন নার্স ও একজন ফার্মাসিস্ট রয়েছেন।