অমিত কুমার ঢালী, কয়রা:- ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে উৎসব মূখর পরিবেশে পঞ্চমী তিথিতে বৃস্পতিবার সকাল ১০টায় কয়রার খান সাহেব কোমরউদ্দীন ডিগ্রী কলেজের আয়োজনে বিদ্যার দেবী স্বরস্বতী পূজা অনুষ্ঠিত হয়।
অজ্ঞাতর অন্ধকার দূর করতে ” স্বরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে, বিশ্বরূপে বিশালক্ষী বিদ্যংদেহী নমোস্তুুতে” এই মন্ত্র পাঠ করে অগনিত ভক্তবৃন্দ জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবীর চরণতলে পুষ্পার্ঘ্য অর্পন করে প্রনতি জানান। এ সময় পুষ্পাঞ্জলী প্রদান, হাতেখড়ি প্রভৃতি আচার পালন করা হয়।
পূজা শেষে ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। স্বরস্বতী পূজা উৎযাপন কমিটির আয়োজনে কে.ডি একাডেমীর পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় যার সঞ্চালনায় ছিলেন পলাশ কুমার সরকার।
উক্ত পূজা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খান সাহেব কোমরউদ্দীন ডিগ্রী কলেজের সম্মানিত অধ্যক্ষ ড. চয়ন রায়, উক্ত কলেজের প্রভাষক ভবতোষ রপ্তান, স্বরস্বতী পূজা উৎযাপন কমিটির আহবায়ক প্রভাষক সাধন মন্ডল, প্রভাষক সুকুমার বাছাড়, প্রভাষক সংকর সরকার, প্রভাষক ভবতোষ বিশ্বাস, প্রভাষক সুকুমার সানা, প্রভাষক প্রদীপ কুমার মন্ডল সহ সকল প্রভাষক মন্ডলী এবং অত্র কলেজের সকল কর্মকর্তা ও কর্মচারিগণ,
এছাড়াও উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ এর আমাদী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক নির্মল দাস, কৌস্তব সানা, সকল রাজনৈতিক গন্যমান্য ব্যক্তিবর্গ সহ অত্র কলেজের শিক্ষার্থী এবং উৎসুক সকল বয়সের দর্শক।।