দৈনিক সমাজের কন্ঠ

কয়রায় গ্রাম উন্নয়ন কমিটির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

অমিত কুমার ঢালী,  কয়রা (খুলনা) প্রতিনিধিঃ
খুলনার কয়রায় ২৭ ফেব্রয়ারী সকাল ১০ টায়  ইউএসএআইডির খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম নবযাত্রা প্রকল্পের উদ্যোগে কয়রা উপজেলা পরিষদ মিলনায়তনে কয়রা উপজেলার গ্রাম উন্নয়ন কমিটির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা গ্রাম উন্নয়ন কমিটির আহবায়ক মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার হোসেন আলী খোন্দকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত  নির্বাহী অফিসার মোঃ নুর-ই আলম ছিদ্দিকী। উক্ত সম্মেলনে আরও বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. তুহিন কান্তি ঘোষ, বাগালী ইউপি চেয়ারম্যান আঃ ছাত্তার পাড়, দক্ষিন বেদকাশি ইউপি চেয়ারম্যান জিএম কবি শামছুর রহমান, কয়রা থানার ওসি (তদন্ত) এস এম শাহাদাত হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হযরত আলী, যুব উন্নয়ন কর্মকর্তা আঃ রশিদ খান, নবযাত্রা প্রকল্পের ফিল্ড অফিস ম্যানেজার মনোতোষ কুমার মধু, নির্মল কুমার সরকার, শেখ শহিদুল আহসান, আহসান উদ্দিন পরাগ, জসিম উদ্দিন, গ্রাম উন্নয়ন কমিটির মাওলানা মাসুদুর রহমান, লুৎফর রহমান, ফরিদা খাতুন প্রমুখ।
বার্ষিক সম্মেলনে সরকারি কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি সহ  উপজেলার ১৫০ টি গ্রাম উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শ্রেষ্ঠ ৩ টি স্টল ও ৭ টি ইউনিয়নের শ্রেষ্ঠ গ্রাম কমিটির মাঝে ক্রেষ্ট প্রদান করা হয়।