দাকোপ প্রতিনিধি:
মাছের প্রজনন মৌসুমে শিকারের নিষেধাজ্ঞা অমান্য করার দায়ে খুলনার দাকোপ উপজেলায় চার হাজার পাঁচ‘শ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
শনিবারে (২০ জুলাই) উপজেলার পশুর ও চুনকুড়ি নদীতে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। পরে জব্দ করা জাল ওই দিন বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদ মাঠে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। এর বাজার মূল্য ধরা হয়েছে প্রায় ৯০ হাজার টাকা।
দাকোপ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা জয়দেব পাল খুলনাটাইমসকে বলেন, ১৭ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত সাতদিন মৎস্য সপ্তাহ উপলক্ষে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। তবে মৎস্য সম্পদ বৃদ্ধির ওপর সরকার গেল ২২ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত মাছ শিকারে নিষিদ্ধ করেছেন। যাতে মৎস্য প্রজনন সঠিতভাবে বৃদ্ধি পায় সে জন্য ইউএনও’র নেতৃত্বে অভিযান অব্যাহত থাকবে। অভিযানে অংশ নেন দাকোপ নৌপুলিশ ফাঁড়ির সহকারি উপপরিদর্শক আকরাম হোসেন, উপজেলা মৎস্য ক্ষেত্রসহকারি জাহিদ হোসেন, সবুজ সরকারসহ আরও অনেকে।