খুলনা প্রতিনিধি: খুলনা জেলা আওয়ামী লীগ ৯ উপজেলার সম্মেলনের তারিখ ঘোষণা করেছে। গত শুক্রবার বর্ধিত সভা শেষে রাতে এ ঘোষণা দেওয়া হয়। এ ছাড়া মৃত ও নিষ্ক্রিয়দের বাদ দিয়ে উপজেলা কমিটিগুলো পুনর্গঠিত করা হয়েছে। সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক বেশকিছু পদও বাড়ানো হয়েছে। বর্ধিত সভার সিদ্ধান্ত অনুয়ায়ী আগামি ১৯ নভেম্বর রূপসা, ২০ নভেম্বর ফুলতলা, ২৩ নভেম্বর বটিয়াঘাটা, ২৪ নভেম্বর তেরখাদা, ২৫ নভেম্বর দিঘলিয়া, ২৭ নভেম্বর ডুমুরিয়া, ২৮ নভেম্বর কয়রা, ৩০ নভেম্বর পাইকগাছা ও ১ ডিসেম্বর দাকোপ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হবে। সভায় উপস্থিত থাকা কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, ডিসেম্বরে জাতীয় সম্মেলনের আগেই সম্মেলনের মাধ্যমে তৃণমূলে কমিটি করতে হবে। খুলনার ৯টি উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের আগে প্রত্যেকটি ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন শেষ করতে হবে। তিনি আরও বলেন, মাদক, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজির সঙ্গে জড়িতদের দলে কোনও স্থান হবে না। কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য এস এম কামাল হোসেন বলেন, যারা হাইব্রিড তাদের দলে কোনও স্থান হবে না। গত শুক্রবার দলীয় কার্যালয়ে বর্ধিত সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাড. সুজিত অধিকারীর পরিচালনায় বক্তৃতা করেন সংসদ সদস্য মো. আকতারুজ্জামান বাবু, পঞ্চানন মন্ডল, নারায়ণ চন্দ্র মন্ডল, আবদুস সালাম মুর্শেদী প্রমুখ।