খুলনায় শ্যালক হত্যায় মামলায় ভগ্নিপতির মৃত্যুদণ্ড

0
1
খুলনা প্রতিনিধি : খুলনার তেরখাদা উপজেলায় শ্যালক কালু খাঁ হত্যা মামলায় ভগ্নিপতি আমিনুল খাঁকে মৃত্যুদন্ডাদেশ দিয়েছে আদালাত। একই সাথে ৫ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে। অনাদায়ে এক বছরের জেল।আজ রবিবার (২০ অক্টোবর) দুপুরে খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় দেন। মামলায় রাষ্ট্র পক্ষের আইনজীবী ছিলেন এনামুল হক।

মামলা সূত্রে জানা গেছে, নিহত কালু খাঁর বোনের সাথে তার স্বামী আমিনুলের মনোমালিন্যের জের ধরে ভাইয়ের বাড়ি উপজেলার কুশলা (চরপাড়া) এলাকায় চলে আসে। পরে স্ত্রীকে ফিরিয়ে নিতে এসে তুমুল ঝগড়া করে আমিনুল খাঁ। এক পর্যায়ে আমিনুল ২০১৭ সালের ৯ আগস্ট রাত ১১টা ৫৫ মিনিটে বারান্দায় শুয়ে থাকা তার শ্যালক কালু খাঁকে ধারালো কুড়াল দিয়ে এলোপাতাড়ীভাবে কুপিয়ে হত্যা করে। নিহত কালু খাঁর স্ত্রী ঠেকাতে আসলেও তাকে কুপিয়ে মারাত্মক জখম করে। এ ঘটনায় ১০ আগস্ট নিহতের বড় ছেলে মোঃ আশানুর খাঁ বাদী হয়ে লুৎফার খার ছেলে আমিনুল খাঁর বিরুদ্ধে হত্যা মামলা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here