দৈনিক সমাজের কন্ঠ

খুলনার কয়রায় মুদি দোকানে অগ্নিকাণ্ড

কয়রা প্রতিনিধি (খুলনা): খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের নয়ানী খেয়াঘাট সংলগ্ন মনোরঞ্জন মন্ডলের দোকানে অগ্নিকাণ্ডের ফলে দোকানটি ভস্মীভূত হয়।
গত বুধবার রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা যায় ভূক্তভোগীর একমাএ জীবিকার অবলম্বন ছিল এই দোকানটি গত তিন বছর আগে এনজিও থেকে ঋন নিয়ে নয়ানী খেয়াঘাটের রাস্তার পাশে দোকানটি শুরু করেন মনোরঞ্জন মন্ডল।দোকানের পাশে একটি রাস মন্দির থাকায় মন্দিরের প্রয়োজনীয় কাগজপত্র দোকানটিতে রাখা হত । স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন পরে উক্ত মন্দিরে মহা নামযজ্ঞ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে যার ফলে উক্ত অনুষ্ঠানের সকল কাগজপত্র দোকানের ভিতরে রাখা ছিল  । মালা-মালের সাথেই কাগজপত্রগুলো পুডে যায়।
দোকানের মালিকের সাথে কথা বলে জানা যায়, তিনি প্রতিদিনের ন্যায় দোকানটি বন্ধ করে বাডি চলে যান। লোকজনের চিৎকার শুনে তিনি এসে দেখতে পান তার দোকানটি দাউ দাউ করে জ্বলছে। স্থানীয় লোকজনদের সাহায্য আগুন নিয়ত্রনে আনার চেষ্টা করা হয় ততক্ষণ মালামাল পুডে ছাই হয়ে যায়।
দোকানের মালিক ও  স্থানীয় সূত্রে জানা য়ায়, শত্রুতার জেরে দোকানটিতে আগুন লাগানো হয় বলে ধারণা করা হচ্ছে। কযেক লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়। পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটনো হয় এই মর্মে  ঘটনাস্থলেই মানববন্ধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য ভবতোষ মিস্ত্রি, য়জ্ঞ ও মন্দির কমিটির সভাপতি বিকর্ন মন্ডল সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা যাচাই করেন কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল ইসলাম।আইনের সাহায্যে প্রকৃত ঘটনা উদঘাটন করে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।