কয়রায় পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মসূচি সভা অনুষ্ঠিত

0
0
অমিত কুমার ঢালী, কয়রা(খুলনা)প্রতিনিধি : খুলনা জেলার কয়রা থানায় ০৭ নভেম্বর ২০১৯ বৃহস্পতিবার, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট ও শরিক কর্মসূচির সহযোগিতায় ১নং আমাদী ইউনিয়ন পরিষদ কয়রা, খুলনার আয়োজনে স্থান – ০১ নং আমাদী ইউনিয়ন পরিষদ, অগ্রনী ব্যাংক ভবনে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদের উওম চর্চা বিষয়ক পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
১২ টার সময় কোরআন তেলোওয়াতের মাধ্যমে সভার কর্যক্রম শুরু হয়। কয়রা ও পাইকগাছা উপজেলার মোট দশটি ইউনিয়নের চেয়ারম্যান, সেক্রেটারি, সদস্য,সদস্যা বৃন্দের সমন্বয়ে এ মতবিনিময় সভার আযোজন করা হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ০১ নং আমাদী ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান মোঃ আমির আলী গাইন। সভায় আগত ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ তাদের নিজস্ব ইউনিয়নের উওম চর্চা গুলো নিয়ে আলোচনার পাশাপাশি তাদের সমস্যাগুলো নিয়েও আলোচনা করেন।কিভাবে  তাদের এলাকায় সর্বোচ্চ উন্নয়ন করা যায় সেই বিষয়ের উপর ও গুরুত্ব দেওয়ার আশ্বাস দেন। সভায় মূল্যবান বক্তব্য রাখেন গদাইপুর ইউনিয়নের চেয়ারম্যান জুনায়েদ রহমান,গডইখালী ইউনিয়নের চেয়ারম্যান জনাব রুহুল আমিন বিশ্বাস।
এছাড়া ও উপস্থিত ছিলেন বাগেরহাট ও খুলনার এল.জি.এস.পি এর  ডি.এফ  শ্যামল কুমার রায়, শরিক প্রকল্পের এইচ.এল.পি ম্যানেজার বিলকিস বেগম ও পরিষদের গন্যমান্য ব্যক্তিবর্গ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here