আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ কয়রাবাসীকে সতর্ক থাকার নির্দেশ

0
0
অমিত কুমার ঢালী,(খুলনা) কয়রা প্রতিনিধি :খুলনা জেলার কয়রা থানার ৩নং মহেশ্বরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এক সতর্ক বার্তায় জানান যে,” প্রিয় কয়রাবাসী ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর প্রভাবে গত মধ্যে রাত থেকে উপকূলবর্তী কয়রায় মাঝামাঝি বৃষ্টি শুরু হয়েছে  এখন ও বৃষ্টি হচ্ছে, আবহাওয়া রয়েছে গুমোট ঘূর্ণিঝড় টি মাধ্যরাতে খুলনা অঞ্চলের দিকে আঘাত হানতে পারে।
তিনি আরও বলেন, আবহাওয়া পুরোপুরি ভালো না হওয়া পযর্ন্ত সতর্ক থাকুন।খেয়াল রাখুন ঝুঁকিপূর্ণ ভেডিবাধ গুলোর দিকে”।
ইতিমধ্যে ঘূর্ণিঝড় ‘বুলবুল ‘ সংক্রান্ত জেলা দূর্যোগ প্রস্তুতি ও কর্ম পরিকল্পনা সম্পন্ন হযেছে। জেলা পর্যাযে নিয়ত্রন কক্ষ খোলা হয়েছে যার নং ০৪১-২৮৩০০৫১। এমনকি উপজেলা পর্যায়েও নিয়ত্রন কক্ষ খোলা হয়েছে যার দ্বায়ভার দেওয়া হয়েছে কর্মকর্তাদের উপর। উপজেলা পর্যাযে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাদের নাম – ১.মোঃ অব্দুল জব্বার, খুলনা সদর ২. মো:  অরিফ হোসেন, রূপসা ৩. শেখ আ: কাদের, বটিয়াঘাটা ৪. মোঃ আরিফ হোসেন, তেরখাদা ৫. মোঃ আশরাফ হোসেন, ডুমুরিয়া ৬. আ: কাদের,দাকোপ  ৭. ইমরুল কাযেস,পাইকগাছা ৮. মোঃ আনিসুর রহমান, দিঘলিয়া ৯.মো: আশরাফ হোসেন,ফুলতলা।
উপজেলা সমূহে মাইকিং করে সতর্ক ও করা হয়েছে। আশ্রয়কেন্দ্র গুলো ও ব্যবহার উপযোগী করা হয়েছে।মোট আশ্রয়কেদ্রের সংখ্যা ৩৪৯ টি যাতে লোকসংখ্যা ধারণক্ষমতা ২,৩৮,৯৫০ জন। মোট সেচ্ছাসেবকদের সংখ্যা ২৪৬০ জন।
ইসলামীক ফাউন্ডেশনের মাধ্যমে মসজিদ থেকে ও মাইকিং করে সতর্ক করা হয়েছে। বতর্মান ৯নং সংকেত বিদ্যমান তবে যে কোন সময় সংকেত পরিবর্তন হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here