অমিত কুমার ঢালী, কায়রা(খুলনা):খুলনার কয়রা উপজেলা প্রশাসনের আয়োজনে মাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
(২০ নভেম্বর) বুধবার সকাল ১০টা থেকে শুরু হয়ে দিনব্যাপী উপজেলা পরিষদের হল রুমে কয়রার ৮টি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার ২৪ জন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীকে প্রতিযোগিতার ৪ ধাপে বিজ্ঞান বিষয়ক নানা প্রশ্নের মুখোমুখি হতে হয়।
কুইজ প্রতিযোগিতায় মডারেটরের দ্বায়িত্ব পালন করেন খান সাহেব কোমর উদ্দীন কলেজের সহকারী অধ্যাপক দেব প্রসাদ মন্ডল,একই কলেজের সহকারী অধ্যাপক মোঃ হাফিজুল হক। কপোতাক্ষ ডিগ্রী কলেজের প্রভাষক মফিজুল ইসলাম, প্রভাষক সুব্রত কুমার মিস্ত্রী ও মনোজিত রায় ।
প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে তীব্র প্রতিদ্বন্দিতা হয় কয়রার আমাদী জায়গীরমহল তকিমুদ্দিন মাধ্যমিক বিদ্যালয় ও মঠবাড়িয়া সিরাজিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে। এতে আমাদী জায়গীরমহল তকিমুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজয়ী হয়।
দ্বিতীয় স্থান অধিকার করে মঠবাড়িয়া সিরাজিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং ৩য় স্থান অর্জন করেছে কয়রা মদিনাবাদ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বিজয়ী তিনটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এরপর জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
বিকেল ৫ টায় চুড়ান্ত পর্বে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দিতে গিয়ে কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম বলেন, বিজ্ঞান শিক্ষাকে জনপ্রিয় করা এবং বিজ্ঞান শিক্ষার্থীদের উৎসাহিত করতেই আজকের এই আয়োজন। জাতীয় উন্নয়নে বিজ্ঞান ও প্রযুক্তির বিকল্প নেই। দেশের সামগ্রিক উন্নয়ন ঘটাতে আমাদের বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহারকে কাজে লাগিয়ে এ দেশকে এগিয়ে নিতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিমুল কুমার সাহা।
কয়রা উপজেলা শিক্ষা ইনেসটেক্টর মোঃ নাজমুল হুদার সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও অনুষ্ঠান আয়োজন কমিটির আহবায়ক মোঃ নুর-ই আলম সিদ্দিকী। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের বেশি বেশি বিজ্ঞান চর্চার আহ্বান জানান।