দেশওমানুষের কল্যাণে সবাইকে প্রতিদিন কমপক্ষে একটি করে ভাল কাজ করতে হবে-এমপি বাবু

0
0
কয়রা (খুলনা)প্রতিনিধি –  বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার উল্লেখ করে পাইকগাছা কয়রার সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু বলেছেন, শেখ হাসিনার সরকার শিক্ষা খাতকে অধিক গুরুত্ব দিয়ে শিক্ষার মান উন্নয়নে নানামূখী পদক্ষেপ গ্রহণ করেছে। সরকার বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে কোটি কোটি বই তুলে দিয়েছে। এটি শিক্ষা খাতের শেখ হাসিনার অনেক বড় সাফল্য উল্লেখ করে উল্লেখ করে এমপি বাবু বলেন, বর্তমান সরকার হাজার হাজার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সহ বিভিন্ন পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করেছে। ফলে শিক্ষা ও পাশের হার এবং শিক্ষার মান বেড়েছে। উপ-বৃত্তিসহ নানা ধরণের সুবিধা প্রদান করায় দরিদ্র ছেলে মেয়েদের ঝরে পড়ার হার কমে এসেছে।
তিনি বলেন, শিক্ষার পাশাপাশি সরকার নারী শিক্ষা, উন্নয়ন ও কল্যাণেও নানামূখী পদক্ষেপ গ্রহণ করেছে। যার কারণে সমাজের প্রতিটি ক্ষেত্রে এখন নারীরা প্রতিনিধিত্ব করছে। সমাজের দরিদ্র অসহায় নারীরা বিভিন্ন সামাজিক কর্মসূচীর আওতায় এসেছে।
তিনি বৃহস্পতিবার সকালে পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ফসিয়ার রহমান ফাউন্ডেশন কর্তৃক শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। আওয়ামী লীগের তরুণ এ এমপি বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সহ দেশের অনেক গুণি ও বরেণ্য ব্যক্তি ছিলেন যারা লেখাপড়ায় কম হলেও সমাজে তাদের অনেক বেশি অবদান রয়েছে।
তিনি বলেন, দানবীর মেহের মুছুল্লী, আলম শাহ ফকির সহ এলাকায় অনেক গুণি ব্যক্তির আবির্ভাব ঘটেছে। সমাজে তাদের অবদান মানুষ এখনও স্মরণ করে। বর্তমান সময়ে সমাজে যাদের অবদান রয়েছে ফসিয়ার রহমান ছিলেন তাদের মধ্যে অন্যতম। তিনি উচ্চ শিক্ষা গ্রহণ না করেও এলাকার মানুষ যাতে শিক্ষার সুযোগ পায় এ জন্য তিনি এলাকায় অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান সহ জনকল্যাণমূলক কাজ করে গেছেন। এ সব কাজের মাধ্যমে তিনি সকলের কাছে অমর হয়ে থাকবেন। ফেসবুকে আসক্ত না হয়ে গুণি ব্যক্তিদের জীবনী সম্পর্কিত বই এবং ভাল ইংরেজী শেখার মাধ্যমে একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহŸান জানান। তিনি দেশ ও মানুষের কল্যাণে প্রত্যেককে প্রতিদিন একটি করে ভাল ও জনকল্যাণমূলক কাজ করার আহŸান জানান।
ফসিয়ার রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মাসফিয়ার রহমান সবুজের সভাপতিত্বে ও প্রভাষক ময়নুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ফসিয়ার রহমান মহিলা কলেজের অধ্যক্ষ ও বৃত্তি প্রদান কমিটির আহবায়ক রবিউল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না, মেয়র সেলিম জাহাঙ্গীর, আওয়ামী লীগনেতা আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার, প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি, প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল ও হুমায়ুন কবির, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, আমেরিকা প্রবাসী শাহাজাদা ইলিয়াস ও আওয়ামী লীগনেতা শেখ বেনজির আহম্মেদ বাচ্চু।
বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক সেখ রুহুল কুদ্দুস, সুধাংশু মন্ডল, শিক্ষার্থী সোহানা রহমান, দীশা সরকার ও পূজা বসু। অনুষ্ঠানে এলাকার ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৫৫জন অসচ্ছ¡ল শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি হিসেবে অর্থ প্রদান করা হয়। সবশেষে ফসিয়ার রহমানের রুহের মাগফিরাত ও এমপি বাবুর অসুস্থ মাতা ফাতেমা বেগমের সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মাওঃ জালাল উদ্দীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here