অমিত কুমার ঢালী,কয়রা প্রতিনিধি :খুলনার কয়রা উপজেলায় ৩রা ডিসেম্বর,মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ২৮তম আন্তর্জাতিক ও২১তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়।
নির্বাহী অফিসার শিমুল কুমার সাহার সভাপতিত্বে ও নুরুল আমিন নাহিনের পরিচালনয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব এস.এম শফিকুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান,কয়রা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,প্রতিবন্ধীরা সমাজের অভিশাপ নয় বরং তারা সমাজের সম্পদ।প্রতিবন্ধীরা সমাজে কোন ভাবে অবহেলিত নয়। এমন অনেক প্রতিবন্ধী রয়েছে তারা অনেকটা সাভাবিক মানুষের মত শারীরিক দিক দিয়ে অনেকাংশে সক্ষম।তাদের সেই সক্ষমতাকে কাজে লাগিয়ে সমাজের উন্নয়ন সাধন করা সম্ভব। দল মত নির্বিশেষে তাদের প্রতি সাহায্যের হাত প্রসারিত করতে হবে।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কমলেশ কুমার সানা,উপজেলা ভাইস চেয়ারম্যান, নুর ই আলম সিদ্দিক, সহকারী কমিশনার (ভূমি), কাজী মুস্তাইন বিল্যাহ,প্রানী সম্পদ অফিসার, আব্দুর রশীদ খান, যুব উন্নয়ন কর্মকর্তা, অনাথ কুমার বিশ্বাস, সমাজ সেবা অফিসার, এস.এম বাহারুল ইসলাম,প্রধান শিক্ষক, শেখ রাসেল প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়, এ ছাড়াও উপস্থিত ছিলেন গন্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের সমাপনী পর্যায়ে ২০জন প্রতিবন্ধীদের মাঝে প্রতিবন্ধী কার্ড বিতরন করেন।