কয়রা (খুলনা)প্রতিনিধি –
খুলনা (০৬)( কয়রা -পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু বলেছেন, আজকের এই দিনে যিশু খ্রিস্ট পাপ মোছনের জন্য পৃথিবীতে এসেছিলেন। এর মূল স্পিড আমরা সবার মাঝে ছড়িয়ে দিতে চাই। বড় দিন মানেই কেক কাটা আর ছোট ছোট শিশুদের পোষাক দেয়া না। এর চাইতেও বড় বার্তা হচ্ছে, আমাদের মনকে বড় করতে হবে। আমাদের কালিমা থেকে মুক্তি পাওয়ার একটি উপায়।
২৫ ডিসেম্বর বুধবার দুপরে উৎসব যীশু খ্রিস্টের জন্মদিন (বড় দিন) উপলক্ষে (কয়রা_পাইকগাছার) বিভিন্ন গীর্জা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এসময় তিনি ও খ্রিষ্টান সাম্প্রদায়ের লোকজনের সাথে ফুলেল শুভেচ্ছা ও বড় দিনের কেক কেটে আনন্দ ভাগাভাগি করে নেন।
এমপি আক্তারুজ্জামান বাবু আরও বলেন, ধর্ম যার যার উৎসব সবার। আমরা সাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখি। আমরা এমন একটা বাংলাদেশের স্বপ্ন দেখি, যেখানে প্রতিটি ধর্মের মানুষ সমান অধিকার ভোগ করবে। সবাই সমান, কারও অধিকার বেশি না আবার কারও অধিকার কম না। খ্রিস্ট মাস আমরা উৎসব হিসেবে উদযাপন করতে চাই। এখানে সকল ধর্মের মানুষই এসেছেন। এটাই হচ্ছে বাংলাদেশের সৌন্দর্য্য। আওয়ামীলীগ সরকারের আমলে এটা শান্তি পূর্ণ ভাবে পালন সম্ভাব হচ্ছে।
তিনি আরও বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িক সাম্প্রীতি বজায় রেখে সারা বিশ্বর মধ্যে বাংলাদেশ আলাদা একটা সম্মানে চলে গেছে।
এসময়, কয়রা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম, কয়রা উপজেলা আওয়ামীলীগের সভাপতি জি এম মোহসিন রেজা, পাইকগাছা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ার ইকবল মন্টু,কয়রা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার সরদার, কয়রা উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক এস এম বাহারুল ইসলাম, ডুমুরিয়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক জি এম ফারুক হোসেন, জেলা যুবলীগ নেতা শামীম হাসান, খুলনা মহানগর মহিলা আ’লীগ নেত্রী শিউলী বিশ্বাস, সাবেক কয়রা উপজেলা ছাত্রলীগ আহবায়ক ও যুব লীগ নেতা আব্দুল্লাহ আল মামুন লাভলু, যুবলীগ নেতা এস এম আজিজুল হাকিম, ইদ্রিস আলি,কযরা উপজেলা ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম টিংকু, সাধারণ সম্পাদক হাদিউজ্জামান রাসেল, সহসভাপতি তরিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল হক বাদলসহ আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী উপস্থিত ছিলেন।