খুলনায় ডিবি পুলিশের অভিযানে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা গ্রেফতার

    0
    0

    খুলনা প্রতিনিধি:
    খুলনা জেলা ডিবির অভিযানে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা মিনা কামাল বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সাগর শেখ ওরফে আকাশ (৩২) কে ১ টি অত্যাধুনিক ওয়ান স্যুটারগান ও ১০ রাউন্ড কার্তুজ সহ গ্রেফতার করা হয়েছে। খুলনা জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ তোফায়েল আহমেদ এ নেতৃত্বে পুলিশ পরিদর্শক গোপাল চন্দ্র রায় সঙ্গীয় ফোর্স সহ গোয়েন্দা তথ্যের মাধ্যমে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
    জানা গেছে, পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা মিনা কামাল বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সাগর শেখ ওরফে আকাশ (৩২) রামপাল উপজেরার আদাঘাটের বাসিন্দা আঃ ছত্তার শেখ ও মর্জিনা বেগম দম্পতির ছেলে।
    সোমবার রাত সাড়ে ৮টায় বটিয়াঘাটা থানাধীন জয়পুর সাকিনের রূপসা টু গৌরম্ভা গামী সড়কের রাসেল শেখ এর মুদি দোকানের সামনে থেকে ১ রাউন্ড গুলি লোড অবস্থায় থাকা, ১ টি অত্যাধুনিক পি-শাটার গান, ৫ রাউন্ড রাইফেলের গুলি ও ৪ টি বন্দুকের গুলি সহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি রূপসা এলাকার ঘের দখল, চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত। এছাড়াও দক্ষিণাঞ্চলের ত্রাস হিসাবে খ্যাত বিডিআর আলতাফ বাহিনীর সামরিক প্রধান হিসাবে দক্ষিণাঞ্চলে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির বিভিন্ন অপতৎপরতার সাথে তার সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে খুলনা, বাগেরহাট, টাঙ্গাইল সহ দেশের বিভিন্ন থানায় অপরাধমূলক কর্মকান্ড সংগঠনের অভিযোগে ১০/১২ টি মামলা রয়েছে। সাম্প্রতিক সময়ে মিনা কামালের ছত্রছায়ায় থেকে বাগমারা এলাকার সাধারণ মানুষের বেশ কয়েকটি ঘের দখল, ঘেরের মাছ লুট সহ সাধারণ মানুষকে জিম্মি করে চাঁদাবাজি সহ সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত অস্ত্র-গুলির উৎস সহ তার অন্যান্য সহযোগীদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে।
    উল্লেখ্য যে, ২৬ সেপ্টেম্বর রূপসার বাগমারা এলাকার ব্রাইট সী-ফুড কোম্পানীর কম্পিউটার অপারেটর সারজিল ইসলাম সংগ্রাম হত্যা মামলার আসামি মিনা কামাল পলাতক থাকায় গ্রেফতারকৃত সাগর ওরফে আকাশ মিনা কামালের অনুপস্থিতিতে তার অন্যান্য অস্ত্রধারী সন্ত্রাসীদের সহায়তায় এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা সহ সংগ্রাম হত্যা মামলায় সাক্ষীদের ভয়-ভীতি ও হুমকি প্রদান করে আসছিল বলে এলাকাবাসীর মাধ্যমে জানা যায়। গ্রেফতারকৃত আকাশের বিরুদ্ধে বটিয়াঘাটা থানায় উদ্ধারকৃত অস্তু ও গুলির বিষয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে পুলিশ রিমান্ডে এনে অন্যান্য সহযোগীদের গ্রেফতার সহ তাদের দখলে থাকা অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারের স্বার্থে বিজ্ঞ আদালতে ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করা হয়েছে।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here