কয়রায় যুব ক্লাব সদস্যদের নিয়ে নবযাত্রা প্রকল্পের  আলোচনা সভা

0
1
অমিত কুমার ঢালী, কয়রা (খুলনা)প্রতিনিধি: কয়রায় USAID এর অর্থায়নে নবযাত্রা প্রকল্পের সহযোগীতায় ০৬-০১-২০২০ তারিখ সোমবার সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,কয়রা এর সম্মেলন কক্ষে সংগ্রাম স্মৃতি যুব স্পোটিং ক্লাবের সদস্যদের নিয়ে মা শিশু, স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে এক আলোচনা সভায় আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় মা শিশু, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে আলোচনার পাশাপাশি কিভাবে এলাকার উন্নয়ন করা সম্ভব সে বিষয়ে ও আলোচনা করা হয়। এ আলোচনা সভার মূল লক্ষ নির্ধারণ করা হয় কিভাবে উন্নয়ন ও সেবা কার্যক্রম দীর্ঘস্থায়ী করে সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে ক্লাব সদস্যদের যোগাযোগ করা যায়। এছাড়াও স্বাস্থ্য, বাল্যবিবাহ, পুষ্টিসেবা, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য, গর্ভকালীন বিপদ সমূহ, গর্ভকালীন ও প্রসবকালীন সমস্যা ও সমাধান নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়।
উক্ত আলোচনা সভায় উপস্থিত থেকে বিষয় ভিত্তিক আলোচনা করেন, এমসিএইসএইসএন কো-অর্ডিনেটর ফিরোজ আহমেদ, এমসিএইসএন ম্যানেজার ডা. মুশতাক আহমেদ, ফিড অফিস ম্যানেজার মনোতোষ কুমার সাধু, এমসিএইসএইসএন অফিসার সিন্ধু কুমার রায়, মাহফুজ, নির্মল দত্ত, ইউপি সদস্য রেজাউল করিম, পরিবার পরিকল্পনা পরিদর্শক মো মিশানুর রহমান, সহকারী স্বাস্থ্য পরিদর্শক জগলুল হায়দার
আরও উপস্থিত ছিলেন, সংগ্রাম স্মৃতি যুব স্পোর্টিং ক্লাবের সভাপতি দেবাকর সানা(রেগান) উক্ত ক্লাবের সাংগঠনিক সম্পাদক অনুপ সানা, সমাজ কল্যাণ সম্পাদক প্রভাত সানা, লিটন হালদার, জয় মিস্ত্রি, সুপ্রিয় মন্ডল, তুষার সানা, লিটন সানা, মিঠুন বৈদ্য, দেবজ্যোতী সানা, সৈকত সানা প্রমূখ গন্যমান্য ব্যক্তিবর্গ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here