কয়রায় আন্তঃ ইউনিয়ন প্রাথমিক বিদ্যালয় ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

0
0

কয়রা প্রতিনিধি ঃ কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নে ইউনিয়ন পর্যায়ে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় মহারাজপুর ইউনিয়ন পরিষদের বালুর মাঠে ২ দিন ব্যাপী ইউনিয়ন পর্যায়ে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার ক্রীড়ার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মহারাজপুর ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা জিএম আব্দুল্লাহ আল মামুন লাভলু। দুইদিন ব্যাপী আন্ত প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ইউনিয়নের ২২ টি বিদ্যালয় অংশ নেয়। অনুষ্ঠিত খেলার ৪৮ টি ইভেন্টের মধ্যে ক্রীড়ার ২৬ টি ইভেন্টে বালক বালিকা অংশ গ্রহন করে। উদ্বোধন কালে ইউপি চেয়ারম্যান জিএম আব্দুল্লাহ আল মামুন বলেন, শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে পড়ালেখার পাশপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অব্যহত রাখতে হবে। শিক্ষার্থীরা প্রাথমিক অবস্থা থেকে ্ঐতিহ্যবাহী বাঙালি সাংস্কৃতি ও খেলাধুলার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পেলে, অনুশীলন ও চর্চা করলে, তারা শারীরিক ও মানসিকভাবে সত্য ও সুন্দরকে ধারণ করতে শিখবে। তাদের এই সুযোগ করে দেওয়া সবার মিলিত দায়িত্ব ও কর্তব্য। এটা করতে পারলে শিক্ষার্থীরা পড়াশুনার পাশাপাশি সংস্কৃতি ও ক্রীড়া চর্চার মাধ্যমে একটি ইতিবাচক সমাজ গঠনের সুযোগ পাবে। ফলে তারা পরবর্তীতে ক্ষতিকারক কোন কিছুর সঙ্গে জড়িত হবে না। তারই ধারাবাহিকতায় অনেক প্রতিকুলতার মধ্যে আমি আজকের এই বালুর মাঠ তৈরি করেছি,  ইউনিয়ন পর্যায় খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করায় যুব সমাজ মাদক থেকে ফিরে এসে খেলাধুলায় মনোনিবেশ করবে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক প্রভাষক শাহাবাজ আলী, প্রধান শিক্ষক মুজিবুর রহমান, এস্কেন্দার আলী, মাওঃ কামরুজ্জামান, কেএম নাজমা পারভীন, মনিরুন্নেছা, গোলাম রসুল, মাফিয়ার রহমান, আঃ জলিল, নজরুল ইসলাম সহ মহারাজপুর ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক, ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here