কয়রায় সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবুর ডিজিটাল হাজিরার উদ্বোধন

0
0
অমিত কুমার ঢালী :কয়রা প্রতিনিধি :খুলনার কয়রায় ১৮ ডিসেম্বর বুধবার সকাল ১১ টায় কয়রা মদিনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ডিজিটাল হাজিরার   উদ্বোধন করেন ( ০৬) সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু এমপি মহোদয়। তিনি উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
 
উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহার সভাপতিত্বে ডিজিটাল হাজিরা মেশিন উদ্বোধন কালে প্রধান অতিথি হিসেবে তিনি তার মূল্যবান বক্তব্যে বলেন, শিক্ষা ছাড়া কোন জাতির উন্নয়ন সম্ভব নয়। বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থা উন্নয়নে নানামুখী  পদক্ষেপ গ্রহণ করেছে।
তারই অংশ হিসেবে নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তি এবং ডিজিটাল হাজিরার পদ্ধতি চালু, শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব স্থাপন, শিক্ষার্থীদের হাতে বছরের প্রথমে নতুন বই তুলে দেয়া হচ্ছে। এ সময় তিনি আরও বলেন, ডিজিটাল হাজিরার মাধ্যমে শিশুদের ঝরে পড়ার হার শূন্যের কোঠায় পৌঁছনো সম্ভব  হবে।
 
প্রধান অতিথির পাশাপাশি মূল্যবান বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শফিকুল ইসলাম।অনুষ্ঠান পরিচালনায় ছিলেন প্রধান শিক্ষক নুরুল আমীন।এছাড়াও উপস্থিত ছিলেন ,অধ্যক্ষ আদ্রিশ আদিত্য মন্ডল, কয়রা কপতক্ষ কলেজ , কয়রা সদর ইউপি চেয়ারম্যান,  এইচ এম হুমায়ুন কবির ইউপি চেয়ারম্যান কয়রা সদর,  সহকারি শিক্ষা অফিসার সিরাজুল, ইসলামুল হক টিটু, আবু খালেদ, প্রভাষক নজরুল ইসলাম , প্রধান শিক্ষক বাবু বিকাশ চন্দ্র মন্ডল, কয়রা মদিনাবাদ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদ সরোয়ার,ছাত্রলীগ সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম বাহারুল ইসলাম, ছাত্রলীগ সাবেক আহবায়ক ইমদাদুল হোক টিটু, ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম টিংকু, সাধারণ সম্পাদক হাদি উজ্জামান রাসেল সহ উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন স্কুলের শিক্ষক বৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here