কয়রায় এ.পি.এল টি-টুয়েন্টি আট দলীয় ক্রিকেট টুর্নামেন্টের তৃতীয় আসরের ফাইনাল অনুষ্ঠিত

0
0
অমিত কুমার ঢালী,কয়রা(খুলনা)প্রতিনিধি :কয়রায় চান্নিরচক এল.সি কলেজিয়েট স্কুল অ্যালামনাই এ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত,চান্নিরচক কলেজিয়েট স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে ৩০ ডিসেম্বর সোমবার ১২টায় ৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত ফাইনালে যোগ্যতা বলে যে দুটি দল জায়গা করে নেয় সে দুটি দল হলো :- ২০০১-২০০৪ সালের প্রাক্তন শিক্ষার্থীদের সম্মনয়ে গঠিত দল(অধিনায়ক-সুমন)  এবং ২০১৭-২০১৯ সালের শিক্ষার্থীদের সম্মনয়ে গঠিত দল (অধিনায়ক- নবদ্বীপ )। জাতীয় সংগীত এর মাধ্যমে খেলার  শুরু হয়। টস জিতে ২০১৭-২০১৯ সালের দল ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট এর বিনিময়ে  ১০৩ রান সংগ্রহ করেন। ২০১৭-২০১৯ দলের হয়ে সব্বর্চ রান করেন নাইম -৩৬রান ৩৬ বলে।  ২০০১-২০০৪ সালের দল ১০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে  ১০২  রান করে । এ দলের হয়ে সব্বর্চ রান করেন সবুজ ৫১ বলে ৪৫ করেন। ২ রানে চ্যাম্পিয়ন হয় ২০১৭-২০১৯ সালের প্রাক্তন শিক্ষার্থীদের দল। ম্যান অফ দা ম্যাচ হন নাইম ইসলাম ও ম্যান অফ দা সিরিজ সুমন সানা।
 
সহকারী শিক্ষক অনুপ কুমার সরকার, সুকৃতি রঞ্জন এর ধারা বিবরনীতে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড. কমলেশ চন্দ্র সানা।তিনি বিজয়ীদের মধ্যে পুরষ্কার তুলে দেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং আমাদী ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব আমীর আলি গাইন,বাংলাদেশ আওয়ামীলীগ এর আমাদী ইউনিয়ন শাখার সভাপতি আ: সবুর ঢালী, ইউপি মেম্বার অমলেন্দু সানা, চান্নিরচক স্কুলের অধ্যক্ষ রাজীব কুমার বাছাড়, চান্নিরচক কলেজিয়েট স্কুলের সভাপতি অমেলেন্দু বাছাড়, খান  সাহেব কোমরউদ্দীন  কলেজের প্রভাষক রাকিবুজ্জামান লাবলু, বাংলাদেশ আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক,আমাদী ইউনিয়ন শাখা জনাব নির্মল কুমার দাস, কয়রা উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য জনাব  জিয়াউর রহমান জুয়েল,
সমাজ সেবক মনোরঞ্জন সরকার, অবসরপ্রাপ্ত শিক্ষক অরবিন্দু মন্ডল, চান্নিরচক এল.সি কলেজিয়েট স্কুলের শিক্ষক প্রদীপ কুমার, মৌখালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মনোতোষ কুমার সানা, খান সাহেব কোমরউদ্দীন কলেজের অধ্যক্ষ ড. চয়ন কুমার রায়,চান্নিরচক এল সি কলেজিয়েট স্কুল এ্যালমনাই এর সভাপতি বাবু বিমলকৃষ্ণ রায়, শিক্ষক বিপ্লব কান্তি মন্ডল, দেবপ্রসাদ বাছাড়, গ্রাম আদালত সহকারী উৎপল মন্ডল,
এছাড়া সার্বিক সহযোগীতায় ছিলেন, রুদ্র বাছাড়, পল্লব মন্ডল, প্রমিত বাছাড, হীরক মন্ডল, সুজন মন্ডল, নিত্য মন্ডল, শুভ সরকার।
উক্ত খেলায় সেচ্ছাসেবী সংগঠন বিন্দু এর পক্ষ থেকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং পাবলিক হেলথ  ওরাল এন্ড ডেন্টাল কেয়ার, শুডিখালী বাজার,প্রোপাইটার: ডেন্টিষ্ট কিশোর মন্ডল এর পক্ষ থেকে ফ্রি ক্যাম্পিং করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here