দৈনিক সমাজের কন্ঠ

কয়রায় বাল্যবিবাহ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত

অমিত কুমার ঢালী, কয়রা(খুলনা)প্রতিনিধিঃ১২ জানুয়ারী রবিবার সকাল ১০টায় মানবকল্যাণ ইউনিটের সম্মেলন কক্ষে USAID খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম নবযাত্রা প্রকল্পের উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কয়রা সদর ইউপি চেয়ারম্যান মোহাঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অভিজ্ঞতা বিনিময় সভায় বক্তব্য রাখেন ইউপি সচিব উত্তম কুমার বিশ্বাস, ইউপি সদস্য আলহাজ্ব আঃ গফফার , ম্যারিজ রেজিষ্টার মাওলানা ইউনুছ আলী, স্বদেশ কুমার মিস্ত্রি,তথ্য সেবা উদ্যাক্তা মেহেদী হাসান,নবযাত্রার প্রকল্পের জেন্ডার অফিসার সুজান উদ্দিন,টেকনিক্যাল অফিসার-জেন্ডার আবু সাদিক শাহিন,জেন্ডার অর্গানাইজার মোঃ শরিফুর রহমান, আহসান উদ্দিন, মানবকল্যাণ ইউনিটের সভাপতি আল আমিন ফরহাদ, শেখ রোকনুজ্জামান, ঢালী আক্তারুজ্জামান,আঞ্জুমানারা, ,ছেতারা পারভীন, ললিতা বর্মন
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন,সাংবাদিক, ক্লাব সভাপতি, যুবক্লাব সদস্য সহ ভিডিসি সদস্যগন প্রমূখ।