কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়ন আ.লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

0
0
  • আসন্ন ত্রি-বার্ষিক কাউন্সিল-২০১৯/২০

    কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়ন আ.লীগের সম্মেলনের প্রস্তুতি সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু

    জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নে আসন্ন ত্রি-বার্ষিক কাউন্সিল উপলক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বোরবার বিকেলে উপজেলার ৫নং কেড়াগাছি ইউনিয়ন আ.লীগের উদ্যোগে ওই সভা অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে প্রধান বক্তব্য ছিলেন-উপজেলা আ.লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ বিএম নজরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন-উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। বোয়ালিয়া মুক্তিযোদ্ধা কলেজ চত্বরে ইউনিয়ন আ.লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান ভুট্টো লাল গাইনের সভাপতিত্বে ও ইউনিয়ন আ.লীগের নেতা এ্যাডভোকেট আবুল বাশারের পরিচালনায় উক্ত সমাবেশে ছিলেন-বিশেষ অতিথি ছিলে-উপজেলা আ.লীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, সাংগাঠনিক সম্পাদক সম মোরশেদ আলী ভিপি, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি, ইউনিয়ন আ.লীগ নেতা- আব্দুর রহমান, আ:আলিম, হাফিজুর রহমান, সামসুর রহমান বিশ^াস, লালচাদ ফকির, আঃ হামিদ, কার্ত্তিক চন্দ্র মিত্র, রজব আলী, আবুল মাজেদ, ইউপি সদস্য ফারুক হোসেন, আঃ জব্বার, আজাহারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা জিয়াদ আলী, ইউনিয়ন যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম, কৃষকলীগের সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক লুৎফর রহমানসহ এলাকার আ.লীগ,যুবলীগ, ছাত্রলীগ, সৈনিকলীগ, কৃষকলীগের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া ৪নং লাঙ্গলঝাড়া ইউনিয়ন আ.লীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ইউনিয়ন আ.লীগের সম্মেলনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে উক্ত অতিথিবৃন্দসহ উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনীন খুকু, পৌর আ.লীগের সভাপতি আজিজুর রহমান, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ডাঃ রবি, শিমুল, রাসেল, আজিজুল, শহিদুল, জিকরিয়া, ডবিøুউ, উজ্জল, আ.লীগ নেতা ফজলু হোসেন, শহীদুল ইসলাম, মুনছুর আলী, সোহেল হোসেনসহ বিভিন্ন ওয়ার্ডের দলীয় নেতৃবৃন্দ। প্রধান অতিথির তার বক্তব্যে লাল্টু বলেন-আগামি ৩০ নভেম্বর কলারোয়া উপজেলা আ.লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল। সে লক্ষ্যে প্রত্যেকটি ইউনিয়নে ও ওয়ার্ডে কমিটি সম্পন্ন করা হবে। কমিটিতে কোন বিতর্কিত, দুর্নীতিবাজ, হাইব্রিড, অনুপ্রবেশকারী ব্যক্তিকে রাখা হবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here