জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়ায় বিভিন্ন পত্র পত্রিকা ও ইলেক্ট্রনিক মিডিয়ায় ফলাও ভাবে সংবাদ প্রকাশের পর সেই অসহায় বৃদ্ধা মহিলাকে বয়স্ক ভাতার কার্ড দিলেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। তিনি পত্রিকার মাধ্যমে সংবাদ পেয়ে ওই অসহায় বৃদ্ধা মহিলা রুপিয়ার অবস্থার খোজ খোবর নেন। পরে তাকে সোমবার সকালে উপজেলা পরিষদে ডেকে নিয়ে বয়স্ক ভাতার কার্ডটি তার হাতে তুলে দেন। উল্লেখ্য-ওই অসহায় বৃদ্ধা রুপিয়া খাতুকের বাড়ী উপজেলা বোয়ালিয়া গ্রামে। তার স্বামী ২৫বছর আগে মারা যান। এর পরে তিনি ৭৭ বছর বয়সে একটি বয়স্ক ভাতার কার্ডের জন্য স্থানীয় ইউপি সদস্য ও ইউপি চেয়াম্যানের কাছে বহু বার যান। কিন্তু কোন লাভ হয়নি। এঘটনা স্থানীয় সংবাদ মাধ্যমের কর্মীরা জানতে পেরে বিভিন্ন পত্র পত্রিকা ও ইলেক্ট্রনিক মিডিয়ায় পত্র পত্রিকায় সংবাদ প্রকাশ করে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষন করে। এর পরিপেক্ষিতে কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু ওই অসহায় মহিলাকে বাড়ী থেকে ডেকে নিয়ে এসে তার হাতে কার্ড টি তুলে দেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন-উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক স.ম মোরশেদ আলী ভিপি. উপজেলার কেড়াগাছি ইউনিয়ন আ.লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান ভুট্টো লাল গাইন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু সিদ্ধেশ^র চক্রবর্তী, কেড়াগাছি ইউনিয়ন যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম প্রমুখ।