কলারোয়ায় টেকসই ল্যান্ডস্কেপ বিষয়ক কর্মশালা

0
1

জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়ায় টেকসই ল্যান্ডস্কেপ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া ও উত্তরণ এর সফল প্রকল্পের উদ্যোগে মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসারের অতিরিক্ত দায়িত্বে সহকারী কমিশনার ভুমি আকতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। এসময় কর্মশালায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন-উপজেলা ভাইস চেয়ারম্যান শাহনাজনীন খুকু, ডাক্তার কামরুল ইসলাম,উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মহাসীন আলী, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার রবীন্দ্রনাথ মন্ডল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, উপজেলা প্রাণীসম্পদ অফিসার, প্রাথমিক শিক্ষা অফিসার মোজাফ্ফার উদ্দীন, উপজেলা সমাজসেবা অফিসার মহাসিন আলী, উপজেলা সমবায় অফিসার নওশের আলী, পৌরসভার প্রকৌশলী ওজিহুর রহমান, পরিসংখ্যান অফিসার তাহের মাহমুদ সোহাগ, সোসাল এন্ড ইনষ্টিটিটিউশনাল ডেভেলপমেন্ট স্পেশালিষ্ট মাকসুদুর রহমান, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার মতিন সরদার, উত্তরণের সফল প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক ইকবাল হোসেন, কলারোয়া উত্তরণের সফল প্রকল্পের সাপ্লাই চেইন অফিসার শিউলী মন্ডল, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার প্রজেক্ট অফিসার মোস্তাফিজুর রহমানসহ উপজেলার সকল দপ্তরের অফিসাবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here