কলারোয়ায় ওয়াশ ব্যবসায়ীদের দুর্যোগ সহনশীল পণ্য উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

0
0

জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ হোপ ফর দি পুওরেষ্ট’র (এইচপি) আয়োজনে কলারোয়া পৌরসভা হল রুমে শারিরীক প্রতিবন্ধী ও দুর্যোগ সহনশীল পণ্য উন্নয়ন বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উক্ত প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন-কলারোয়া পৌর প্রেসক্লাবের সভাপতি মোঃ জুলফিকার আলী। কেহ পিছে পড়ে রবে না এই প্রতিপাদ্যকে সামনে রেখে শারিরীক প্রতিবন্ধী ও দুর্যোগ সহনশীল পণ্য উন্নয়ন বিষয়ে সারাদিন আলোচনা করা হয়। প্রশিক্ষণে প্রধান অতিথি বলেন-দেশের উন্নয়নের জন্য সকলের অংশগ্রহণ থাকতে হবে। প্রতিবন্ধীরাও এর বাহিরে নয়। আমরা যদি একটি দেশের অর্থনীতিকে দু’চাকার একটি গাড়ির সাথে তুলনা করি তাহলে বুঝব গাড়ীটি চালাতে গেলে দুটি চাকাকে ঘুরতে হবে। আমাদের দেশের অর্থনীতিতে সবল ও প্রতিবন্ধী লোক মিলে দুটি চাকা অনুমান করতে পারি। বাংলাদেশে সর্বশেষ আদমশুমারী অনুযায়ী ১.৪% লোক প্রতিবন্ধী। এ বিশাল জনগোষ্ঠীকে আমাদের বোঝা হিসাবে না রেখে উৎপাদনশীল সম্পদে পরিণত করতে হবে। জাতিসংঘে ১৬০টি দেশের প্রতিনিধিরা চুক্তিতে সই করেছেন যে, প্রতিবন্ধী ব্যক্তিদের মান সম্মত জীবন-মানের জন্য মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। বাংলাদেশ স্বাক্ষরকারী দেশ হিসাবে পুরুষ, মহিলা ও শিশু প্রতিবন্ধীদের যে কোন ধরনের বৈষম্যে করা যাবে না এবং সকলের জন্য যে সমস্ত সুযোগ সুবিধা আছে তাদেরকেও অনুরুপ প্রদান করতে হবে। দেশের অর্থনৈতিক উন্নয়নে স্থানীয় ভাবে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ তৈরী করতে হবে এবং সকল ধরনের সেবা গ্রহনে প্রবেশাধিকার থাকবে। প্রশিক্ষণের মধ্যে দিয়ে প্রতিবন্ধী ব্যক্তি কারা এবং তাদের অন্তভূর্ক্ত কেন প্রয়োজন সে বিষয় বিস্তারিত আলোচনা করা হয়। তাছাড়া অংশগ্রহনকারীরা কিভাবে প্রতিবন্ধীদের সেবা নিশ্চিত করবেন এবং ওয়াশ ব্যবসায় প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণের সুযোগ কিভাবে নিশ্চিত করা যাবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কর্মশালায় উপস্থিত অংশগ্রহণ কারীদেরকে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ব্যবসায়িক পরিকল্পনা তৈরী করা। পরিকল্পনার মাধ্যমে কিভাবে তাদের জন্য পণ্য উৎপাদন ও সেবা নিশ্চিত করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সমগ্র প্রশিক্ষণটি পরিচালনা করেন-হোপ ফর দি পুওরেষ্ট (এইচপি) টাউন কোঅর্ডিনেটর মৃনাল কুমার সরকার ও রোকসানা পারভীন। প্রশিক্ষণে ওয়াশ ব্যবসায়ী রুহুল আমিন, পলাশ হোসেন, শফিকুল ইসলাম, আনোয়ার হোসেন ও মন্টুসহ অন্যান্যরা অংশগ্রহণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here