দৈনিক সমাজের কন্ঠ

কলারোয়ায় করোনা প্রতিরোধে দ্রুত করোনা পরীক্ষার উদ্বোধন করলেন এমপি লুৎফুল্লাহ

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড ১৯ প্রতিরোধে জরুরি সভা এবং দ্রæত কোভিড পরীক্ষার উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে তালা-কলারোয়ার সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কোভিড পরীক্ষার উদ্বোধন ও জরুরি সভায় অংশ গ্রহন করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিএইচও ডাঃ জিয়াউর রহমানের সভাপতিত্বে জরুরি সভায় অন্যন্যেদের মধ্যে উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী, কলারোয়া পৌরসভার মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবীর, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে এর আরএমও ডাঃ শফিকুল ইসলাম প্রমুখ। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিএইচও ডাঃ জিয়াউর রহমান বলেন-উপজেলায় শনিবার ১৮জনের করোনা রিপোর্টে পজিটিভ এসেছে। তারা হলেন- উপজেলার সোনাবাড়ীয়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের ঝর্ণা পারভীন (৩৮), সোনাবাড়ীয়ার শহিদুল ইসলাম (৫৮), বেলি গ্রামের আল নাজিব মাহফুজ (১৭), কলারোয়া পৌরসভা এলাকার তুলসীডাঙ্গা গ্রামের হাসান বাশার (৩৬), কয়লা গ্রামের হালিমা খাতুন (৩৫), কেরালকাতা ইউনিয়নের জামাল উদ্দিন (৪২), কলারোয়া উপজেলা আনসার ও ভিডিপি সদস্য আবদার (২৫), কলারোয়ার রাহেলা খাতুন (৬০), পৌরসভার ঝিকরা গ্রামের হালিমা খাতুন (২৪), ঝিকরার ডাঃ সিরাজুল হক (৬২), তুলসীডাঙ্গা গ্রামেন আলেয়া বেগম (৫৪), কুশোডাঙ্গা গ্রামের আশরাফুল ইসলাম (৩৬), পৌর সদরের মির্জাপুর গ্রামের শামসুন্নাহার (৫৯), রামভদ্রপুর গ্রামের আকরাম আলী, একই গ্রামের আসিফ ইকবাল (২৩), কলারোয়ার ইউএইচসি ডাঃ আসিফ আহম্মেদ, জয়নগরের ফরহাদ (৩১), ধানদিয়া গ্রামের অরুনা দাস। তিনি সকলকে সর্তক্য থাকার আহবান জানান। এদিকে করোনা সম্পর্কে এড.মুস্তফা লুৎফুল্লাহ এমপি বলেন,সকলে ধৈর্যের সাথে এই সংকট মোকাবেলা করতে হবে। আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলি, সামাজিক দূরত্ব বজায় রাখি, নিয়মিত ঘন ঘন সাবান দিয়ে হাত পরিস্কার করি, হাঁচি, কাশির সময় মুখ ঢেকে রাখি, নিজ নিজ বাড়িতে অবস্থান করি। আমাদের সকলের দায়িত্বশীল আচরণ এই সংকট থেকে উত্তরনের পথ সহজ করবে। আমরা অবশ্যই এই সংক্রমণ থেকে মুক্ত হবো ইনশাল্লাহ। আসুন আমরা সকলে সচেতন হই ও করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখি। নিজেরা সুরক্ষিত থাকি, পরিবার পরিজন ও প্রতিবেশীদের সুরক্ষিত রাখি। মহান আল্লাহ আমাদের সহায় হোন। কলারোয়ায় ১৮জন করোনায় আক্রান্ত, ৬জনকে অর্থদন্ডকলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় একদিনে ১৮জন করোনায় আক্রান্ত হয়েছে। শনিবার কলারোয়া সরকারি হাসপাতাল থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিএইচও ডাঃ জিয়াউর রহমান জানান-করোনার স্যাম্পল নেয়ার পরে শনিবার তাদের রিপোর্ট আসে। এই রিপোর্টে দেখা যায় কলারোয়ায় ১৮জনই করোনায় আক্রান্ত। এরা হলো-উপজেলার সোনাবাড়ীয়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের ঝর্ণা পারভীন (৩৮), সোনাবাড়ীয়ার শহিদুল ইসলাম (৫৮), বেলি গ্রামের আল নাজিব মাহফুজ (১৭), কলারোয়া পৌরসভা এলাকার তুলসীডাঙ্গা গ্রামের হাসান বাশার (৩৬), কয়লা গ্রামের হালিমা খাতুন (৩৫), কেরালকাতা ইউনিয়নের জামাল উদ্দিন (৪২), কলারোয়া উপজেলা আনসার ও ভিডিপি সদস্য আবদার (২৫), কলারোয়ার রাহেলা খাতুন (৬০), পৌরসভার ঝিকরা গ্রামের হালিমা খাতুন (২৪), ঝিকরার ডাঃ সিরাজুল হক (৬২), তুলসীডাঙ্গা গ্রামেন আলেয়া বেগম (৫৪), কুশোডাঙ্গা গ্রামের আশরাফুল ইসলাম (৩৬), পৌর সদরের মির্জাপুর গ্রামের শামসুন্নাহার (৫৯), রামভদ্রপুর গ্রামের আকরাম আলী, একই গ্রামের আসিফ ইকবাল (২৩), কলারোয়ার ইউএইচসি ডাঃ আশিক আহম্মেদ, জয়নগরের ফরহাদ (৩১), ধানদিয়া গ্রামের অরুনা দাস। তিনি সকলকে সর্তক্য থাকার আহবান জানান। এদিকে কলারোয়ায় মাক্স ব্যবহার না করায় ও সামাজিক দূরত্ব বজায় না রাখার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে ৬জনকে জারিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত এর নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভুমি) আক্তার হোসেন। এসময় সেখানে ছিলেন কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, কলারোয়া পৌর সভার মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল প্রমুখ।