দৈনিক সমাজের কন্ঠ

কলারোয়ায় বড় বোনকে হত্যার উদ্দেশ্য জখমের ঘটনায় ছোট ভাইরা জেলে

ফিরোজ জোয়ার্দ্দার-ঃ সাতক্ষীরার কলারোয়ায় বড় বোনের দায়ের করা হত্যা প্রচেষ্টা মামলায় ছোট ভাইরা জেল হাজতে। থানার মামলার বিবরণে জানা যায়, তুলসীডাঙ্গা ২নং ওয়ার্ডের জনৈক লাবলুর বাড়ীর ভাড়াটিয়া আবুল কাশেমের দুই ছেলে শাহরিয়ার আল মামুন শাওন (৩১) ও আরিফিন আসিফ (২৪) এবং মামলার বাদী মুন্সিঞ্জ জেলার শ্রীনগর থানার বীরতরা (তুলসীডাঙ্গা ২নং ওয়ার্ড জনৈক লাভলুর বাড়ীর ভাড়াটিয়া) কাকলী শারমিনের সাথে ছোট ভাইদের দীর্ঘদিন ধরে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিলো। বাদী ও আসামীরা আপন ভাই বোন বলে জানা যায়। বিরোধের জের ধরে আসামী ভাইরা বাদী কাকলী শারমিন ও তার স্বামী আলমগীর হোসেনকে মারপিট করে খুন জখমের হুমকি প্রদান করিতে থাকেন। এমতাবস্থায় ১৬ ই জুন রোববার রাত সাড়ে ৯ টার দিকে আসামী ভাইরা লোহার রড, রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে বাদীর বাড়ীতে অনাধিকার বলে প্রবেশ করে বাদী কাকলী ও তার স্বামী আলমগীরের উপর অতর্কিত হামলা চালিয়ে হত্যার উদ্দেশ্য রক্তাক্ত জখম করতে থাকেন। হামলার সময় ঘরে থাকা সোকেজ ও জিনিসপত্র ভাংচুর করে তারা ৪৫ হাজার টাকার ক্ষতি সাধন এবং ঘটনাটি কাউকে জানালে হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। পরে বাদী কাকলীর চিৎকারে স্বাক্ষীগণ লাভলু, লক্ষণ, ইশারাতসহ অঙ্গত কয়েকজন উপস্থিত হয়ে তিনিসহ জখম অবস্থায় আলমগীরকে উদ্ধার করে রাতেই হাসপাতালে চিকিৎসা দিয়ে ভর্তি করানো হয়। বাদী কাকলী আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকায় আসামীদের সাথে বিরোধে না গিয়ে ঘটনার প্রতিকার চেয়ে থানায় হাজির হয়ে অনাধিকারে বাসা বাড়ীতে প্রবেশ করে হত্যার উদ্দেশ্য জখম ও ভয়ভীতি প্রদর্শনের অপরাধে একটি মামলা নং ( ২১)১৭/৬/১০ দায়ের করেন। মামলা দায়েরের পর থানার এসআই পীযূষ কান্তি ঘোষের নেতৃত্বে ঝটিকা অভিযান চালিয়ে আসামী ভাই শাওন ও আসিফকে আটক করেন। আটককৃত আসামীদের সোমবার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয় বলে থানা থেকে জানা যায়।