হেলাতলা ইসলামপুর দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরদের মাঝে পরিচিত কার্ড বিতরণ

0
1

ফিরোজ জোয়ার্দ্দার-ঃ সাতক্ষীরার কলারোয়ায় ‘মাদ্রাসা ভিত্তিক শিক্ষা ব্যবস্থা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী সরকারের সকল মহাতী উদ্দ্যোগকে স্বাগত জানিয়ে ইসলামপুর দাখিল মাদ্রাসায় শিক্ষক শিক্ষিকা স্টাফসহ চারশত শিক্ষার্থীদের মাঝে পরিচিতি কার্ড বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২০ জুন ১৯) বেলা ২ টার দিকে উপজেলার হেলাতলা ইউনিয়নের ইসলামপুর দারুল উলুম দাখিল মাদ্রাসার শ্রেণী কক্ষে ইউনিয়ন আওয়ামীলীগ ও মাদ্রাসা কমিটির সভাপতি সফিকুল ইসলামের সভাপতিত্বে বিপুল উৎসাহ উদ্দীপনায় আনান্দ মূখর পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হয়। মাদ্রাসার ক্রীড়া শিক্ষক বিপিএড আমিরুল ইসলামের সার্বিক পরিচালনায় প্রধান অতিথী হিসাবে উপস্থিত থেকে শুভ উদ্বোধনের মধ্য দিয়ে ছাত্র-ছাত্রীদের মাঝে পরিচিতি কার্ড বিতরন করেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন-আর রশীদ। প্রধান অতিথীর বক্তব্যে তিনি বলেন, শিক্ষক শিক্ষিকাদের নিবিড় তত্বাবাধনে উপজেলায় শিক্ষায় ফলাফলে প্রথম স্থান অর্জনের সাথে পরিচ্ছন্ন ইউনিফর্মের পাশাপাশি পরিচিতি কার্ডটি প্রতিষ্ঠানের সু-নাম অর্জন করবে। তবে জরার্জীর্ণ প্রতিষ্ঠানে টিনশেটের নিচে বসে বাচ্চাদের পাঠদানে খুবই দুঃখের বিষয়। উর্দ্ধতন প্রশাসনকে ভবন নির্মিত করে প্রতিষ্ঠানের দুরাবস্থা নিরষনের সহযোগীতা কামনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিটিএ কমিটির সভাপতি আজাদ হোসেন, ইউপি সদস্য হাসানুজ্জামান, সদস্য রফিকুল ইসলাম, মাদ্রাসার শিক্ষক সুপারইনটেনডেন্ট মাওলানা ইদ্রিস আলী, সহকারী সুপার আয়ুব হোসেন, মাওলানা ফজলুর রহমান, মাওলানা মুজিবুর রহমান, আসাদুজ্জামান আসাদ, কাজী শহীদুল্লাহ, হাজী মোহাম্মাদ মহাসীন, মাওলানা আব্দুল হামিদ, আক্তারুল ইসলাম, বিএড আমিরুল ইসলাম, মাষ্টার মুজিবুর রহমান, শিক্ষিকা রুমি আক্তার, শারমিন আক্তার, হামিদা আক্তারসহ গণ্যমান্য ব্যক্তি প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here