মাদক- সন্ত্রাস ও সোনা পাচারকারীদের প্রতিহতো করাই হবে নবাগত ওসির চ্যালেঞ্জ- এমপি লুৎফুল্লাহ

0
1

ফিরোজ জোয়ার্দ্দার-ঃসাতক্ষীরার কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ শেখ মুনীর উল গীয়াসের উদ্দেশ্য করে সংসদ সদস্য এড মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন, সীমান্তবর্তী উপজেলা কলারোয়াকে মাদক- সন্ত্রাস ও সোনা পাচারকারীদের হাত থেকে প্রতিহতো করায় হবে থানার নবাগত অফিসার ইনচার্জ শেখ মুনীর উল গীয়াসের প্রথম চ্যালেঞ্জ।যদি কেহ মাদক ব্যবসা বা সেবনকারী এবং সোনা পাচারকাজে জড়িত থাকে তাদের তালিকা তৈরী করে আইনের আওতায় নিয়ে আসার নিদের্শনা দেন সংসদ সদস্য।রাজনৈতিক ছত্র ছায়ায় থেকে যদি কেহ এসব অপকর্ম করে সমাজ কুলসিত করতে চাই বা এসবের বিষয়ে সুপারিশ করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহনের জন্য পুলিশকে কঠোর পদক্ষেপ নিতে হবে।এমনকি সংসদ সদস্য যদি এসব অপকর্মের সাথে জড়িত থাকে তাকেও আইনের আওতায় আনার জন্য পুলিশ কাজ করে যাবেন।কারণ মাদক-সন্ত্রাস ও সোনা পাচারকারীরা সমাজের শত্রু, দেশের শত্রু ও জাতীয় শত্রু।এসবের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে থানা পুলিশকে নির্দেশ প্রদান করেন মুস্তফা লুৎফুল্লাহ এমপি৷রোববার (২৩ ই জুন) বেলা দেড়টার দিকে ১২ নং যুগিখালী ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে বামনখালী বাজার চত্বরে ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথী’র বক্তৃতায় তিনিএসব মন্তব্য করেন।১২নং যুগিখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল বাসারের সভাপতিত্বে পবিত্র কুরআন তেলোয়াতের মাধ্যমে আয়োজিত ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠানে সংসদ সদস্য আরো বলেন, বাল্য বিবাহ, ইফটিজিং ও বখাটেপনা রুখতে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে৷

সরকারের উন্নয়নের ধারা কেহ ব্যাহত করতে পারবে না।

সঠিক নিয়মে উন্নয়নে ধারা অব্যাহত রেখে জনপ্রতিনিধিদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।

কেহ দূর্নীতির মাধ্যমে উন্নয়ন প্রকল্পের টাকা আত্নসাৎ করার চেষ্টা করলে তাকেও আইনের আওতায় আনা হবে।তাই সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে একত্রে কাজ করে যেতে পারলেই সরকারের সাফল্যতা ধরে রাখা সম্ভব।তাছাড়া নিজ নির্বাচনী এলাকার মধ্য যে সকল রাস্তাঘাট মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়নের ছোঁয়া এখনো লাগেনি সেগুলো আস্তে আস্তে উন্নয়ন করার পরিকল্পনা করা হচ্ছে।নির্বাচনী এশতেহার অনুযায়ী শেখ হাসিনার স্লোগানে প্রতিটি গ্রাম হবে শহর সে লক্ষ্য সরকার নিরালসভাবে কাজ করে যাচ্ছেন।যুগিখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান রবিউল হাসানের পরিচালনায় বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, থানার নবাগত অফিসার ইনচার্জ শেখ মুনীর উল গীয়াস, যুবলীগ সভাপতি ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান সাহাজাদা, ইউপি চেয়ারম্যানগণ শামসুদ্দিন আল মাসুদ বাবু, শেখ ইমরান হোসেন, আসলাম খান, উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, জেলা ওয়ার্কার্স সাধারণ সম্পাদক মহিবুল হক, নগরঘাটা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপু, ইউনিয়ন যুবলীগের সভাপতি আমলগীর হোসেন, ইইনিয়ন আওয়ামীলীগ নেতা আব্দুল জলিল, মিজানুর রহমানসহ আওয়ামীলীগ, যুবলীগের স্থানীয় নেতৃবৃন্দ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here