দৈনিক সমাজের কন্ঠ

কলারোয়ায় চিহ্নিত সন্ত্রাসী স্বপনের ধারালো ছুড়ির কোপে নীরিহ চালক চালক আলমগীর জখম

 ফিরোজ জোয়ার্দ্দার-ঃ সাতক্ষীরার কলারোয়ায় নীরিহ ভ্যান চালক আলমগীর হোসেন (৩৫) কে হত্যার উদ্দেশ্যে পেঁটে ধারালো ছুড়ি দিয়ে কোপ মেরে জখম করেন স্বপন নামের এক চিহ্নত সন্ত্রাসী। ভ্যান চালক আলমগীরকে রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে পথচারী মেহের উল্লাহ তাকে উদ্ধার করে হাসপাতালের নিয়ে আসেন। হাসপাতালে চিকিৎসা দিয়ে তাকে বেডে ভর্তি করা হয়। ঘটনাটি শনিবার (২৯ ই জুন) বেলা সাড়ে ১০ টার দিকে প্রকাশ্যে দিনে দুপুরে উপজেলার রামকৃষ্ণপুর যাত্রী ছাউনি’র সামনে রাস্তায় ঘটে। আহত ভ্যান চালক সোনাবাড়ীয়া ইউনিয়নের মাদরা গ্রামের মৃত মোহর আলীর ছেলে। তাৎক্ষনিক খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থান পরিদর্শন করে হাসপাতালে আহত ভ্যান চালককে দেখতে যান। এ ঘটনায় থানায় হাজির হয়ে সন্ত্রাসী স্বপনের বিরুদ্ধে আহতের স্ত্রী বাদী হয়ে এজাহার দায়ের করেন। হাসপাতালে আহত ভ্যান চালক আলমগীর হোসেন জানান, শনিবার সকালে নিজস্ব ভ্যানে গয়ড়া বাজারে মালামাল ভাড়া নিয়ে যান তিনি। ফিরে আসার সময় ওই যাত্রী ছাউনি’র সামনে আসলে শ্রীরামপুর গ্রামের বাটপার রবিউল ইসলামের ছেলে আহসান হাবীব স্বপন (৩২) তার স্ত্রীকে নিয়ে দ্রুতগতিত মোটর সাইকেল সাইট নিতে গিয়ে ভ্যানে ধাক্কা মারেন। ধাক্কায় দু’জনে রাস্তার উপর কথা কাটাকাটি’র এক পর্যায়ে এলাকার চিহ্নিক সন্ত্রাসী স্বপন ক্ষিপ্ত হয়ে তার কাছে থাকা ধারালো ছুঁড়ি দিয়ে ভ্যান চালক আলমগীরের পিঠে কোপ মেরে পেটে ঢুকিয়ে দেয়। এতে রক্তাক্ত অবস্থায় ভ্যান চালককে রাস্তায় পড়ে থাকতে দেখে পথচারী মেহেরউল্লাহ তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ভ্যান চালক আলমগীরের অবস্থা আশংকাজনক। এ ঘটনায় আহত ভ্যান চালকের স্ত্রী নার্গিস খাতুন বাদী হয়ে থানায় এজাহার দায়ের করলে পুলিশ ঝটিকা অভিযান চালিয়ে সন্ত্রাসী স্বপন ঘটনার পর থেকে পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর উল গীয়াস জানান, তিনি খবর পেয়ে ঘটনাস্থানে পুলিশ পাঠিয়েছেন। সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত থাকা সন্ত্রাসী স্বপনকে গ্রেফতারের অভিযান চলছে। এদিকে খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন ইউপি সদস্য হাসানুজ্জামান হাসান ও কামরুজ্জামান। আহত ভ্যান চালক আলমগীর হোসেনের চিকিৎসার খোঁজ খবর নেন তারা। এদিকে সন্ত্রাসী স্বপনের বিরুদ্ধে রয়েছে থানাসহ এলাকাতেই একাধিক অভিযোগ। বার বার সন্ত্রাসী কর্মকান্ড করে পার পেয়ে যাওয়ার আইন- শৃঙ্খলা বাহিনী’র প্রতি ক্ষোপ প্রকাশ করেন এলাকাবাসী। সন্ত্রাসী স্বপনকে গ্রেফতারের জন্য থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর উল গীয়াসের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।