কলারোয়ায় নবীন বরণ অনুষ্ঠানে ‘মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে ছাত্র/ছাত্রীরা বদ্ধ পরিকর- এমপি লুৎফুল্লাহ!

0
2

ফিরোজ জোয়ার্দ্দার-ঃ সাতক্ষীরার কলারোয়া উপজেলার সীমান্তবর্তী সোনাবাড়ীয়া সোনার বাংলা ডিগ্রী কলেজে নবীন বরণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ই জুন সকাল ১০টার দিকে কলেজ অডিটোরিয়ামে এসো হে নবীণ তোমাদের তারুণ্যে, মুখরিত হোক কলেজ প্রাঙ্গন- এ প্রতিপাদ্যকে সামনে রেখে একাদশ শ্রেণীর শিক্ষাবর্ষে নতুন ছাত্র/ছাত্রীদের এ নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কলেজ পরিচালনা পরিষদের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপনের সভাপতিত্বে পবিত্র কুরআন তেলোয়াতের মাধ্যমে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন এ্যাড মুস্তফা লুৎফুল্লাহ এমপি। এসময় তিনি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের চিত্র তুলে ধরে বলন, বর্তমান শেখ হাসিনার সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষা ছাড়া কোন বিকল্প নেই। এই সরকার বিনামূল্যে হতদরিদ্র শিক্ষার্থীদের লেখাপড়া করার সুযোগ তৈরী করে দিয়েছেন। এ সরকার শিক্ষাকে বিশ্বের দরবারে কাজে লাগিয়ে বাংলাদেশকে রোল মডেল রাষ্ট্র হিসেবে বিশ্ব চিনবে সেই পরিকল্পনা চালিয়ে যাচ্ছেন। বৃত্তি পাওয়া ছাত্র/ছাত্রীদের উপ-বৃত্তির টাকা দেয় সরকার। সেই টাকা দিয়ে অসহায় মেধাবী শিক্ষার্থীরা সমাজে বিভিন্ন উন্নয়নমূলক কাজে জড়িয়ে পড়েন। তাই শিক্ষার কোন শেষ নেই। এই কলেজ থেকে শিক্ষা নিয়ে তোমরা দেশের সবচেয়ে বিদ্যাপিঠ থেকে লেখা পড়া শেষ করে দেশের সেবায় নিজেদের নিয়োজিত রাখতে হবে বলে আহবান রাখেন ছাত্র/ছাত্রীদের কল্যানে। তাছাড়া নবীন শিক্ষার্থীরা নিজেদের মাদক থেকে দূরে রেখে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এগিয়ে আসতে হবে। মাদক হলো সমাজ ধ্বংস করা মহা ঔষধ। সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যাক্ষ মনজুয়ারা খাতুন, শেখ মাহফুজুর রহমান, নূর হোসেন, আশরাফুল আলম, ছাত্রী সোনিয়া আফরোজ, ডালিয়া আফরোজসহ কলেজের সকল শিক্ষক-কর্মকর্তা ও ছাত্র/ছাত্রীবৃন্দ প্রমুখ। সমগ্র সংবর্ধনা অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী অধ্যাপক প্রদীপ কুমার পাল। অনুষ্ঠান শুরুর পর মানপত্র পাঠ করেন সহকারী অধ্যাপক আব্দুর রহিম। আলোচনা সভা শেষে নবীন ছাত্র/ছাত্রীদেরকে ফুল দিয়ে বরণ করে নেন এ্যাড মুস্তফা লুৎফুল্লাহ এমপিসহ অতিথীবৃন্দ। পরে নবীনদের পক্ষ থেকে এমপিসহ অতিথীবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here