ফিরোজ জোয়ার্দ্দার-ঃ সাতক্ষীরার কলারোয়ায় ঝাউডাঙ্গা স্পেশাল ক্যাম্পের বিজিবি’র সদস্যরা চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে পুরানো বাই সাইকেলসহ এক বস্তা ভারতীয় চা-পাতা আটক করেছেন। রোববার (১২ ই মে সন্ধ্যার দিকে) পৌর সদরের পূবালী ব্যাংকের পিছন থেকে এ চা-পাতাসহ বাই সাইকেল আটক করা হয়। ঝাউডাঙ্গা স্পেশাল বিজিবি ক্যাম্পের সুবেদার আব্দুর রাজ্জাক জানান, তার নেতৃত্বে চোরাচালান বিরোধী টহলরত অবস্থায় একদর চোরাকারবারীকে তাড়া করে। বিজিবি’র তাড়া খেয়ে চোরাচালানী ওই স্থানে ভারতীয় চা-পাতাসহ পুরানো বাইসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া ভারতীয় চা-পাতার বস্তা ও বাই সাইকেল আটক করে বিজিবি। আটক বাই সাইকেল ও চা-পাতার আনুমানিক মূল্য ৪৫ হাজার টাকা বলে জানা যায়। তবে কোন চোরাকারবারীকে আটক করতে পারেনি বিজিবি। জব্দকৃত ভারতীয় চা-পাতা ঝাউডাঙ্গা স্পেশাল বিজিবি ক্যাম্পে নিয়ে যাওয়া হয় বলে জানা যায়।