ফিরোজ জোয়ার্দ্দার-ঃ সাতক্ষীরার কলারোয়ায় কথিত সাংবাদিক পরিচয়ে হিজলদী সীমান্তে গিয়ে ফেন্সিডিল সেবনের সময় টহলরত বিজিবি’র হাতে আটক তিন যুবককে মামলা দিয়ে থানা পুলিশের কাছে সোপর্দ করেছে বিজিবি। ঘটনাটি বুধবার (৩রা জুলাই) বিকাল ৫ টার দিকে উপজেলার বড়ালী মেইন পিলারের ১০০ গজ ভিতরে সোনাই নদীর ধারে গোবরপোতা এলাকায় ঘটলে তাদের তিন বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়। হিজলদী বিজিবি ক্যাম্পের হাবিলদার মাহবুব আলম জানান, যশোর জেলার শার্শা উপজেলার বাগআঁচড়া কুমড়ি গ্রামের আব্দুল বারীর ছেলে নুর হোসেন (২৬), একই উপজেলার পারের কায়বা গ্রামের মগরোব আলীর ছেলে মাসুদ রানা (২৫) ও ঝিকরগাছা উপজেলার কুলিয়া গ্রামের মৃত আজগার আলী মোল্লার ছেলে কথিত দৈনিক শার্শা বার্তা অন লাইন পোটোকল পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক পরিচয়দানকারী উজ্জল কবীর (২৮) বুধবার বিকেল ৫ টার দিকে হিজলদী সীমান্তের বড়ালী গ্রাম থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী রাজুর বাড়ি থেকে ছয় বোতল ফেন্সিডিল ক্রয় করেন। পরে সেখানে ক্রয়কৃত ফেন্সিডিলের তিন বোতল ফেন্সিডিল সেবন করে বাকি তিন বোতল ফেন্সিডিল নিয়ে রাস্তায় আসার সময় টহলরত বিজিবি’র সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদ করতে থাকেন। জিজ্ঞাসাবাদের এক পর্য্যায়ে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি’র সদস্যরা তাদের ধাওয়া করে কাছে থাকা ব্যাগ তল্লাসী চালিয়ে তিন বোতল ফেন্সিডিলসহ আটক ও বিভিন্ন ব্যান্ডের কয়েকটি মোবাইল ফোন জব্দ করেন। এ ঘটনায় হিজলদী বিজিবি ক্যাম্পের হাবিলদার মাহবুব আলম বাদী হয়ে আটক মাদক সেবীদের বিরুদ্ধে কলারোয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মাদক মামলা নং (২)৩/৭/১৯ দায়ের করেন। এছাড়া বিজিবি’র হাবিলদার মাহবুব আলম আরো জানান- উজ্জল কবীর নিজেকে কথিত সাংবাদিক পরিচয় দিয়ে বেশ কয়েক বার হিজলদী সীমান্তে এসে মাদক সেবন করে গেছেন চিহ্নিত মাদক ব্যবসায়ী একাধিক মাদক মামলায় আসামী বড়ালী গ্রামের রাজুর বাড়ি থেকে। তাকে কয়েকদিন বিজিবি সদস্যরা নিষেধ করলে সে সীমান্তে এসে ফেন্সিডিল সেবন করে কৌশলে পালিয়ে যায়। মাদক ব্যবসায়ী রাজুকে আটকের অভিযান চলছে বলে জানান তিনি। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর উল গীয়াস জানান, সীমান্তে বিজিবি’র হাতে আটক মাদক সেবীদের বিরুদ্ধে মামলা দিয়ে বৃহস্পতিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।