দৈনিক সমাজের কন্ঠ

কলারোয়ার বোনের নোনদের পারিবারিক সমস্যা মিটাতে যেয়ে ভাই জখম

ফিরোজ জোয়ার্দ্দার-ঃ সাতক্ষীরার কলারোয়া উপজেলার কোটাবাড়িতে বোনের নোনদের পারিবারিক সমস্যা মিটাতে যেয়ে জখম বোনের ভাই দীদার (৩৫)। ঘটনাটি রোববার (৭ই জুলাই) বিকাল সাড়ে ৫ টার দিকে কোটাবাড়িতে বোনের নোনদের জামাই মোনায়ামের বাড়িতে ঘটে৷ এতে মারাত্বক জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে দীদারকে। জখম দীদার (৩৫) সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের পাথরঘাটা গ্রামের আলী হোসেনের ছেলে৷ হাসপাতালে জখম দীদার জানান, কোটাবাড়ি গ্রামে তার বোনের শ্বশুর বাড়ি। সেই বাড়িতে নোনদ বেলীর সাথে স্বামী মোনায়েমের দীর্ঘদিন পারিবারিক সমস্যা চলছিলো৷ প্রতিনিয়ত স্ত্রী বেলীকে মারধর করতেন স্বামী মোনায়েম। স্বামী- স্ত্রী’র মধ্যে পারিবারিক অশান্তির এক পর্যায়ে মিটমাট করার জন্য বোন ভাই দীদারকে ডেকে আনেন। সেই মোতাবেক দীদার বোনের বাড়িতে এসে বোনের নোনদ বেলী ও তার স্বামী মোনায়েমের সাথে কথা বলে পারিবারিক ঝামেলা মিটমাট করার চেষ্টা করতে থাকেন। ঘটনার এক পর্যায়ে মোনায়েম ক্ষিপ্ত হয়ে দীদারের মাথায় ইট দিয়ে মেরে রক্তাক্ত জখম করে। পাশে থাকা একই গ্রামের প্রতিবেশী মেজ খোকনের ছেলে কবীর হোসেন (৪৫) লাঠি দিয়ে শরীরে আঘাত করে নীলা ফোলা জখম করেন। আহত অবস্থায় দীদারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এনে রক্তাক্ত মাথায় দুইটা সেলাই দিয়ে বেডে ভর্তি করে দেয়া হয়। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর উল গীয়াস ঘটনার নিশ্চিত করে জানান, জখম অবস্থায় দীদার তার থানায় এসে অভিযোগ দিয়ে গেছেন৷ অভিযুক্ত আসামীকে আটকের জন্য থানার দুই পুলিশকে পাঠানো হয়েছে কোটাবাড়িতে৷ গ্রেফতার করা হলে তাদের বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান। এদিকে দীদারের উপর হামলার পর থেকে গাঁ ঢাকা দিয়েছেন অভিযুক্তরা। তাদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছেন।