ফিরোজ জোয়ার্দ্দার-ঃ সাতক্ষীরার কলারোয়ায় ‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল। মাদকের আস্তানা কলারোয়ায় থাকবে না। মাদক ব্যবসায়ীদের ঠিকানা জেল- জরিমানা হবে না। দিতে হবে দিতে হবে ক্রস ফায়ার দিতে হবে- এসব নানাবিধ স্লোগানে স্কুল ছাত্র/ছাত্রীদের হাজারো ঠোটে মুখরিত হয়ে উঠলো ফুলবল মাঠের প্রান্তর। সেই সাথে থেমেও নেই শিক্ষকসহ আসা অতিথীদের মুখ। রোববার (১৪ই জুলাই) সকালে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু- বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্ভোধন অনুষ্ঠানে মাদক বিরোধী এসব স্লোগান দেয়া হয়। ছয় শিক্ষা প্রতিষ্ঠান বিজয়ী হয়ে ফুটবল ময়দানে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটি’র সভাপতি টিএনও আরএম সেলিম শাহ নেওয়াজ, টুর্নামেন্ট পরিচালনা কমিটি’র সচিব প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোজাফফর উদ্দিন, সহকারী শিক্ষা অফিসার শোভা রায়, আশেকুজ্জামান, সন্দীপ কুমার, রবী শঙ্কর দেওয়ান, বাবলু রহমান, ইউআরসি ইন্সট্রাক্টর মহিতোষ কর্মকার প্রমুখ। টুর্নামেন্ট পরিচালনা কমিটি সূত্র জানায়, উপজেলার ১২৭টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ইউনিয়ন পর্যায়ে উঠে আসা ১২ টি ও পৌরসভা থেকে ১টি মিলিয়ে ১৩টি করে বালক ও বালিকাদের দল উপজেলা পর্যায়ে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। প্রথম রাউন্ডের খেলায় বালকদের অংশগ্রহণে বঙ্গবন্ধু গোল্ডকাপে নাকিলা, খোরদো- পাকুড়িয়া ও লাঙ্গলঝাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালিকাদের অংশ গ্রহণে বঙ্গমাতা গোল্ডকাপে লাঙ্গলঝাড়া, কাদপুর ও রায়টা সরকারি প্রাথমিক বিদ্যালয় নিজ নিজ খেলায় জয়লাভ করে দ্বিতীয় রাউন্ডে উত্তীন্ন হয়। দিনব্যাপী অনুষ্ঠিত খেলাগুলো পরিচালনা করেন জিএম মাসউদ পারভেজ মিলন, মিয়া ফারুক হোসেন স্বপন, সাঈদ হোসেন, আনোয়ার হোসেন, সাইফুল ইসলাম ও রুহুল আমিন। খেলার চলতি ধারাভাষ্যে ছিলেন শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন, শিক্ষক এসএম আসাদুর রহমান ও আব্দুল ওহাব মামুন। সোমবার (১৫ই জুলাই) একই ভেন্যুতে সকাল ৯ টায় প্রথম রাউন্ডের অবশিষ্ট ৬টি খেলা অনুষ্ঠিত হবে বলে টুর্নামেন্ট পরিচালনা কমিটি সূত্রে জানা যায়।