দৈনিক সমাজের কন্ঠ

কলারোয়ায় তলুইগাছা সীমান্তে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় নারী সহ আটক ৩

ফিরোজ জোয়ার্দ্দার-ঃ সাতক্ষীরার কলারোয়ায় তলুইগাছা সীমান্ত দিয়ে বিনা পাসপোর্টে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময় টহলরত বিজিবি’র হাতে আটক তিন নারী-পুরুষকে থানায় সোপর্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ই জুলাই) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার তলুইগাছা সীমান্তের মেইন পিলার ১৩/৩ এস আরবীর ৫০০ গজ বাংলাদেশের অভ্যান্তরে চারাবাড়ি গ্রাম থেকে বিজিবি তাদের আটক করে ওই রাতেই থানা পুলিশের কাছে সোপর্দ করেন। আটকরা হলেন যশোর জেলার কেশবপুর থানা সদরের কৃষ্ণ পদ দাসের ছেলে বিক্রম দাস (৩৫), কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানা সদরের শহীদ মোল্লার স্ত্রী রুমি বেগম (২৪) ও আমিরুল মোল্লার মেয়ে সুমি আক্তার (২৫)। এ ঘটনায় তলুইগাছা বিজিবি ক্যাম্পের নায়েক ওমর ফারুক বাদী হয়ে থানায় ১৯৭৩ সালের বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১১(১) (গ) অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে বিনা পাসপোর্টে ভারতে যাওয়ার চেষ্টাকালে পাসপোর্ট আইনে একটি মামলা নং (১৯) ১৮/৭/১৯ দায়ের করা হয়ে শুক্রবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে থানা সূত্রে জানা যায়।