দৈনিক সমাজের কন্ঠ

কলারোয়ায় তলুইগাছা সীমান্তে চার ভারতীয় নাগরিক গ্রেফতার

ফিরোজ জোয়ার্দ্দার- সাতক্ষীরার কলারোয়া কেঁড়াগাছি সীমান্ত দিয়ে ভারতীয় চার নাগরিক অবৈধভাবে বাংলাদেশের অভ্যান্তরে প্রবেশ করার সময় টহলরত তলইগাছা বিজিবি ক্যাম্পের সদস্যরা তাদের আটক করেন। শনিবার (২০ই জুলাই ভোর রাতে তাদের মজুমদার খাল এলাকা থেকে আটক করে বিকালে থানা পুলিশের কাছে সোপার্দ করেন বিজিবি। তলুইগাছা বিজিবি ক্যাম্পের হাবিলদার মাহবুবর রহমান জানান- তলুইগাছা সীমান্তের জিরো পয়েন্ট এলাকা দিয়ে ভারতের উত্তর ২৪ পরগনা জেলার মাটিয়া থানার ধোপা বাড়ীয়া গ্রামের গুরুদাস পালের স্ত্রী মীর পাল (৩১), দক্ষিণ দমদম থানার দমদম গ্রামের নিতাই পালের মেয়ে জয়া পাল (১৮), নিতাই পালের স্ত্রী সবিতা পাল (৪০) ও দুলাল পালের ছেলে শ্রী নিতাই পাল (৫২) অবৈধভাবে বাংলাদেশ প্রবেশ করেন। এসময় তারা বৈধ কোন কাগজপত্র দেখাতে না পারায় বিজিবি সদস্যরা তাদের আটক করে থানা পুলিশের কাছে সোপার্দ করে। এ ঘটনায় বাংলাদেশ (কন্ট্রোল অব এন্টি) এ্যাক্ট ১৯৫২ এর ৪ ধারায় একটি মামলা নং ২৮(৭)১৯ দায়ের করা হয়েছে। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর উল গীয়াস জানান আটক ভারতীয় চার নাগরিককে সোমবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।