কলারোয়ায় স্বেচ্ছাসেবকলীগের ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

0
1

ফিরোজ জোয়ার্দ্দার-ঃ সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগকে বেগবান করতে হলে সকল                                                                                                                                        নেতাকর্মীদের একত্রে কাজ করে যেতে হবে। দলীয় সকল দ্বিধা-দ্বন্দ্ব ভূলে গিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী                                                                                                                                          করার লক্ষে এবং উন্নয়নের ধারা অব্যাহত রেখে স্বেচ্ছাসেকলীগ কাজ করে যাবেন। তাই আগামী দিনে সকল আন্দোলন সংগ্রাম রাজপথে থেকে মোকাবেলা করার জন্য স্বেচ্ছাসেবকলীগ নেতাকর্মীদের আহবান জানানো হয়। শনিবার (২৭ই জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের গৌরবোজ্জ্বল ও সংগ্রাম সাফল্যের ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী               পালন উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথী’র বক্তৃতায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন এসব কথা বলেন। কলারোয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের বর্ণাঢ্য আয়োজনে সেবা- শান্তি-প্রগতি-এই প্রতিপাদ্যকে সামনে রেখে পৌর বাজারের মৎস্য আড়তে উপজেলা                                                                                                               স্বেচ্ছাসেবকলীগের নিজস্ব কার্যালয়ে পবিত্র কুরআন তেলোয়াতের মাধ্যমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শেখ অাশিকুর রহমান মুন্নার সভাপতিত্বে কেক কাটা ও আলোচনা সভায় বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক এনায়েত খান টুন্টু। উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক রেজানুজ্জামান লিটুর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওলীগ নেতা আব্দুল ওয়াদুদ, আলাল, পৌরসভার মহিলা কাউন্সিলর লুৎফুন নেছো ও সন্ধ্যা রাণী বর্মণ, পৌর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক ফিরোজ জোয়ার্দ্দার, উপজেলা স্বেচ্ছাসেকলীগ নেতা আবুল কালাম, মন্টু হোসেন, বাঁধন আহম্মেদ, ফারুক হোসেন, আজাহারুল ইসলাম, এনামুল হোসেন, চয়ন হোসেন, সনৎ ঘোষ, নয়ন হোসেন, আবুল কাশেম, হিরো আলমসহ পৌর ও উপজেলার বিভিন্ন ওয়ার্ড এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here