দৈনিক সমাজের কন্ঠ

কলারোয়ায় বহুমূখী সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপন ওআলোচনা সভা অনুষ্ঠিত

ফিরোজ জোয়ার্দ্দার-সাতক্ষীরার কলারোয়ায় ‘শিক্ষায় বন প্রতিবেশ আধুনিক বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃক্ষ রোপন কর্মসূচী পালন করেছেন সীমান্ত বহুমূখী সমবায় সমিতি নামে একটি সমাজ সেবী প্রতিষ্ঠান। শনিবার (৭ই সেপ্টম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে পৌরসদরের ঝিকরা সীমান্ত বহুমূখী সমবায় সমিতির অফিসে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সীমান্ত বহুমূখী সমবায় সমিতি’র সাধারণ সম্পাদক আলতাফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথী হিসাবে আলোচনা করেন উপজেলা সমবায় কর্মকর্তা নওশের আলী। এর আগে স্বাগত বক্তব্য দেন সীমান্ত বহুমূখী সমবায় সমিতির সভাপতি বাবু গঙ্গামনী বিশ্বাস। বিশেষ অতিথী হিসেব বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর শেখ জামিল হোসেন, মহিলা কাউন্সিলর সন্ধ্যা রানী বর্মন, সাবেক ইউপি সদস্য হযরত আলী প্রমুখ। আলোচনা সভা শেষে সীমান্ত বহুমূখী সমবায় সমিতির সদস্য শামীম হোসেন, তন্নি খাতুন ও শাওন হোসেনকে সেরা সদস্য হিসাবে পুরস্কার তুলে দেয়া হয়। এ সময় সমিতির ৩শ’ সদস্যের মধ্যে ফলজ বৃক্ষের চারা বিতরণ করেন আমন্ত্রিত অতিথীবৃন্দ।