ফিরোজ জোয়ার্দ্দার- সাতক্ষীরার কলারোয়ায় ‘ধর্ম যার যার’ উৎসব সবার- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ধর্ম নিয়ে কোন অপশক্তি বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করলে তাকে কঠোর ব্যবস্থা নেয়া হবে। ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে পালন করতে ওসি শেখ মুনীর উল গীয়াসের আহবান। আসন্ন শারদীয় দূর্গা পূজা উদযাপনের লক্ষ্য এক প্রস্তুতি সভায় তিনি এ সব কথা বলেন। উপজেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৈদ্য-খ্রিষ্টান-ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর উল গীয়াসের আয়োজনে থানা চত্বরে মঙ্গলবার (১০ই সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে এ প্রস্তুতি সভায় আলোচনা করা হয়। পূজা উৎসবে কেহ কোন অপ্রীতিকর ঘটনা ঘটালে তাকে ছাড় দেয়া হবে না। স্ব স্ব পূজা মন্ডপে ধর্মভীরু ভক্তদের পুলিশসহ আনছার ও গ্রাম পুলিশ সর্বক্ষণিক নিরাপত্তায় নিয়োজিত থাকবে৷ ২০১৯ সালের সুষ্ট ও শান্তিপূর্নভাবে পূজা উৎসব করায় হবে লক্ষ্য সেজন্য পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দকে দিক নির্দেশনা দেয়া হয়। বিশেষ করে পূজা উৎসবে সীমান্তবর্তী এলাকাসহ পৌর এলাকা মাদকের যেন বিস্তার না ঘটে সেদিক দৃষ্টি রাখতে হবে আইন- শৃঙ্খলা বাহিনীকে। তাদের দায়িত্ব কর্তব্য থেকে নিজ নিজ পূজা মন্ডপ রক্ষা করবেন এমনটাই প্রত্যাশা থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর উল গীয়াসের। প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন থানার সেকেন্ডে অফিসার এসআই রাজ কিশোর পাল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সাহা, সহ সভাপতি সুনীল সাহা, হরেন্দ্রনাথ ঘোষ, সাধারণ সম্পাদক বাবু সিদ্ধেশ্বর চক্রবর্তী, যুগ্ন সাধারণ সম্পাদক সন্তোষ পাল, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি দীলিপ অধিকারী চান্দু, হিন্দু-বৈদ্য খ্রিষ্টান- ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সন্দ্বীপ রায়, কেড়াগাছি হরিদাস ঠাকুর আশ্রম কেন্দ্রের সভাপতি অধ্যাপক কার্তিক চন্দ্র মিত্রসহ সকল নেতৃবৃন্দ প্রমুখ।