ফিরোজ জোয়ার্দ্দার-ঃ সাতক্ষীরা কলারোয়া ইসলামী ব্যাংকের উদ্দ্যোগে সিয়াম, তাকওয়া, সাদাকাহ ও ওয়াকফ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ই মে) বিকালে ব্যাংক ভবনে পবিত্র কুরআন তেলোয়াতের মাধ্যমে এ মাহফিলে সভাপতিত্ব করেন এফএভিপি ও শাখা প্রধান শেখ তরিকুল ইসলাম। ইফতার মাহফিলে প্রধান অতিথী হিসেবে ধর্মীয় বিষয়ের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরএম সেলিম শাহনেওয়াজ৷ এসম তিনি রোজাদারদের উদ্দেশ্যে বলেন, রমজান মাসে পবিত্র কুরআন নাযিল হয়েছে। মহান আল্লাহ বলেন, রমজান মাস যাতে নাযিল হয়েছে আল কুরআন মানুষের জন্য হেদায়াত, সৎপথের সুস্পষ্ট প্রমাণ ও সত্য-মিথ্যার পার্থক্যকারীরুপে রমজান মাসের সিয়াম বা রোজা পালনে ইসলামের পাঁচটি স্তম্ভরের মধ্যে একটি।সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত নিয়তসহ প্রধানত পানাহার ও যৌনচার থেকে বিরত থাকার মাধ্যমে সিয়াম পালন করা প্রত্যেক প্রাপ্ত বয়স্ক মুসলিমের উপর ফরজ। সিয়ামের উদ্দেশ্য তাকওয়া সম্পর্কে মহান আল্লাহ বলেন, হে মুমিনগণ তোমাদের উপর সিয়াম (রোজা) ফরজ করা হলো যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। ইসলামী ব্যাংকের অফিসার শামছুল হকের পরিচালনায় ইফতার মাহফিলে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা শেখ কামরুল ইসলাম। এসময় তিনি বলেন, সিয়াম বা রোজার তাৎপর্য সম্পর্কে যে ব্যক্তি মিথ্যা কথা বলা ও মিথ্যা কাজ থেকে বিরত থাকলো না তার পানাহার বর্জনের কোন প্রয়োজন নেই। এছাড়া যে দেহে হারাম মাল দ্বারা লালিত পালিত তা কখনো জান্নাতে প্রবেশ করবে না এবং জাহান্নামই তার জন্য উপযুক্ত ঠিকানা। এসময় আরো বক্তব্য রাখেন আরডিএস অফিসার মাওলানা আবুল হোসেন, আইবিবিএল অফিসার আহসান হাবীব, জুনিয়ার আইবিবিএল অফিসার আবুল হোসেন মারুফ, আবু সিদ্দিক, গ্রাহক আবুল খালেক, প্রাক্তন অধ্যাক্ষ আবু নসর প্রমুখ। এছাড়া ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের গ্রাহকসহ বিভিন্ন ব্যক্তিবর্গ।